একটানা ১০ দিন! বাতিল হাওড়ায় ৩০০টির বেশি লোকাল, ফের একবার চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা

   

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ঘোষণা করা হল ট্রেন বাতিলের। একটানা ১০ দিন বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেন। বিপুল পরিমাণ ট্রেন বাতিলের ফলে নিঃসন্দেহে যাত্রীদের দুর্ভোগ হবে চূড়ান্ত। খড়গপুর ডিভিশনে (Kharagpur Division) আগামী ২৯ শে জুন থেকে টানা দশ দিন বাতিল থাকছে ৩০০টির বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন সোমবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে। খড়গপুর ডিভিশনের অন্তর্গত আন্দুল স্টেশনে দশ দিন ধরে চলবে নন ইন্টারলকিং-এর কাজ। আর এই কাজের জন্যই বাতিল করা হয়েছে বিপুল পরিমাণ ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বাতিল করা হয়েছে মোট ৩০৩টি ট্রেন।

আরোও পড়ুন : দুর্নীতি ইস্যুর মাঝেই বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, কাদের খুলল কপাল?

একটানা দশ দিন বাতিল (Cancellation) করা হয়েছে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন। দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) জানাচ্ছে, নন-ইন্টারলকিংয়ের (NI Work) কাজ চলবে আন্দুল স্টেশনে (Andul Station)। তার জন্য ৩০০র বেশি ট্রেন বাতিল থাকবে আগামী শনিবার থেকে।

আরোও পড়ুন : বাতিল হয়ে যাবে এই সকল আধার কার্ড! হাই কোর্টে জানাল কেন্দ্র, আপনারটা ঠিক থাকবে তো?

ট্রেন বাতিলের পাশাপাশি বেশকিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময়সূচী বদল করা হয়েছে কিছু ট্রেনের। এছাড়াও বেশকিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে। মেদিনীপুর-হাওড়া লাইন-সহ খড়গপুর ডিভিশনের যাত্রীরা আগামী শনিবার থেকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।

howrah amta local

 

এই ভোগান্তি জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে। সাম্প্রতিক সময়ে শিয়ালদা ডিভিশনে ইন্টারলকিং-নন ইন্টারলকিংয়ের কাজ লেগেই থাকছে। ট্রেন বাতিল নিত্যদিনের একটি ঘটনা হয়ে উঠেছে। যার জেরে সমস্যায় পড়ছেন ট্রেন যাত্রীরা। কিছুদিন আগে শিয়ালদহ প্ল্যাটফর্মে কাজের জন্য চরম সমস্যায় পড়েছিলেন যাত্রীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর