বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে সিনেমাপ্রেমীদের মধ্যে যে ছবিটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হল ‘হনুমান’ (Hanuman)। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুপারহিরো ঘরানার ছবির গল্প বেশ পছন্দ করেছে সাধারণ মানুষ। মাত্র ২০ কোটির বাজেটে তৈরি এই ছবি টক্কর দিচ্ছে বাহুবলী (Bahubali), কানতারা (Kantara), কেজিএফ-র (KGF) মত সিনেমাদেরও। মুক্তির পর থেকেই বেশ ফুলেফেঁপে উঠেছে বক্স অফিসের ভাড়ার (Hanumaan Box Office Collection)।
প্রসঙ্গত উল্লেখ্য, তেলেগু অভিনেতা তেজ সাজ্জা অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে বলা যায়। প্রথম সপ্তাহের শেষে বক্স অফিস কালেকশন মোটামুটি হলেও চলতি সপ্তাহের শুরুর থেকেই খেল দেখাতে শুরু করে ‘হনুমান’। কোনও বড় স্টারকাস্ট ছাড়াই যে এই সিনেমা এরকম কালেকশন করতে পারে তা ছিল ভাবনারও অতীত।
অন্যান্য ছবির সাথে তুলনা করলে আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়া হিট ‘পুষ্পা’র প্রথম ৪ দিনের কালেকশন ছিল প্রায় ১৬.৩৮ কোটি টাকা। যেখানে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ এর কেবল হিন্দি সংস্করণের আয় ছিল ১২ কোটি টাকার কিছু বেশি। ওদিকে ঋষভ শেঠির ‘কানতারা’-র হিন্দি সংস্করণটির প্রথম ৪ দিনের আয় ছিল ৯ কোটি টাকার কিছু বেশি। যেখানে প্রথম চারদিনের আয়ের নিরিখে এই সবাইকে টেক্কা দিয়েছে ‘হনুমান’।
আরও পড়ুন : এবার দেড়শো বইয়ের লক্ষ্য নিলেন লেখিকা মমতা, কলকাতা বইমেলায় এসে ঘোষণা করলেন নিজেই
গত সোমবার পর্যন্ত ছবিটির মোট আয় ছিল প্রায় ১৬.১৭ কোটি টাকা। যার তুলনা ‘বাহুবলী’র সাথে করা চলে। রাজামৌলির ব্লকব্লাস্টার ছবি ‘বাহুবলী’র কালেকশনও রবিবারের তুলনায় সোমবার ৪০ শতাংশ কমেছে। ‘হনুমান’র ক্ষেত্রেও এই পতন ৪০ শতাংশই। প্রসঙ্গত উল্লেখ্য, ‘বাহুবলী’ এবং ‘পুষ্প’ সেই ছবিগুলি যেগুলি হিন্দিতে ১০০ কোটি টাকার ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। ‘হনুমান’র ক্ষেত্রেও এমনটাই আশা করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।