প্রীতি ম্যাচে কোরিয়াকে বিধ্বস্ত করে জয় পেল ব্রাজিল, জোড়া গোল নেইমারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সিউলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ ৫-১ ফলে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। ম্যাচে নেইমার দুটি গোল করেছেন পেনাল্টি থেকে। ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরশুমে গোল্ডেন বুট জেতা দক্ষিণ কোরিয়ান তারকা “হিউন-মিন সন” তার সতীর্থদের আন্তর্জাতিক ফুটবলে শীর্ষস্থানীয় দলটির বিরুদ্ধে সাহসী ফুটবল খেলার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মাঠে তার কথার প্রতিফলন দেখা যায়নি।

তিতের ছেলেদের কাছে গোটা ম্যাচে হেনস্থা হয়েছে কোরিয়া। সাত মিনিটের শুরুতেই এভার্টনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন ব্রাজিলকে এগিয়ে দেন। যদিও তারপরে আয়োজক দেশটি হাওয়াং উই-জোর গোলে সমতা ফিরিয়েছিল। কিন্তু তারপর গোটা ম্যাচে এশিয়ার দলটিকে কোনও সুযোগ দেয়নি ব্রাজিল।

Neymar

ব্রাজিলের লেফট ফুল ব্যাক অ্যালেক্স স‍্যান্দ্রো লিড ফিরে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কারণ তিনি হাফ টাইমের অল্প কিছু সময় আগে এবং দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টি জিতেছিলেন। নেইমার উভয় ক্ষেত্রেই গোলরক্ষককে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষককে টপকে দুটি গোল করে দেশের হয়ে ৭৩ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁতে আর মাত্র ৪ গোল দরকার তার।

এরপর ৮০ মিনিটে নেইমারের পরিবর্ত হিসাবে নামা ফিলিপ কুটিনহো ৮০ মিনিটে এবং অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল জেসুস আরও দুটি গোল করে ম্যাচ শেষ করে দেন। এছাড়া ম্যাচে থিয়াগো সিলভার একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়েছিল। আসন্ন বিশ্বকাপের জন্য এই ম্যাচগুলি প্রস্তুতি ম্যাচ বলে গণ্য হচ্ছে। আজ বড় ব্যবধানে জিতে ভালোই প্রস্তুতি সারলো ব্রাজিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর