বাংলাহান্ট ডেস্ক : কাজাখস্তানের বিমান দুর্ঘটনার (Plane Crash) পর কয়েক দিন যেতে না যেতেই ফের একবার ভয়াবহ দুর্ঘটনার খবরে শিউড়ে উঠল বিশ্ব। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। রানওয়ের মাটি ছোঁয়ার পরেও আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাঁচিলে ধাক্কা লাগে বিমানটির। সঙ্গে সঙ্গে বিষ্ফোরণ ঘটে আগুন লেগে যায় গোটা বিমানে (Plane Crash)। এখনো পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় (Plane Crash) মৃত শতাধিক
স্থানীয় সূত্রে খবর, জেজু এয়ারলাইন্সের ৭সি২২১৬ ফ্লাইটটি দুর্ঘটনার (Plane Crash) কবলে পড়ে। থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। ছিলেন মোট ১৮১ জন। তার মধ্যে যাত্রী ছিলেন ১৭৫ জন এবং ক্রু সদস্য ছিলেন মোট ৬ জন। তার মধ্যে থেকে মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বেঁচে গিয়েছেন মোটে ২ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর।
দুর্ঘটনার ভিডিও ভাইরাল: ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার (Plane Crash) সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের মাটি ছুঁয়েছিল বিমানটি। কিন্তু রানওয়ে ধরে কিছুটা যাওয়ার পরেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বিমানটি (Plane Crash)। পাশের একটি পাঁচিলে ধাক্কা লেগেই ঘটে বিরাট বিষ্ফোরণ। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমান।
আরো পড়ুন : ডেবিউ করেই ‘বং ক্রাশ’ দেবের ‘কিশোরী’, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা, জানেন?
কীভাবে ঘটল দুর্ঘটনা: দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু কেন ঘটল এমন দুর্ঘটনা? রানওয়ে ছুঁয়েও কীভাবে নিয়ন্ত্রণ হারাল বিমানটি? দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার (Plane Crash) কারণ তদন্ত করে দেখা হবে।
আরো পড়ুন : ছোট্ট সুইমসুটে হলুদ পরী, বালি নিয়ে খেলতে ব্যস্ত ইয়ালিনী, বছর শেষে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?
উল্লেখ্য, গত সপ্তাহেই কাজাখস্তানে ঘটে গিয়েছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা (Plane Crash)। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল বিমানটি। বিমানটিতে ৫ জন বিমানকর্মী ছাড়া মোট ৬৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। বছরের শেষ লগ্নে এমন পরপর দুর্ঘটনার খবরে বিমর্ষ গোটা বিশ্ব।
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024