বাংলাহান্ট ডেস্ক: বলিউড তাঁর খরচ যোগাতে পারবে না। সম্প্রতি এমনি বিষ্ফোরক মন্তব্য করে লাইমলাইটে চলে এসেছেন মহেশ বাবু (Mahesh Babu)। বলিউড ও সাউথের মধ্যে যুদ্ধে দামামাটা নিজে হাতেই বাজিয়ে দিয়েছেন তেলুগু ছবির সুপারস্টার। প্রকাশ্য মঞ্চে এক রকম অপমানই করেছেন তিনি বলিউডকে।
বলিউডকে ‘ছোট ইন্ডাস্ট্রি’র তকমা দিয়ে মহেশ বাবু বলেন, “হিন্দি ছবির জন্য অনেক প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমাকে বহন করার ক্ষমতা ওদের আছে বলে। যে ইন্ডাস্ট্রি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সময় নষ্ট করতে চাই না আমি। যে স্টারডম আর সম্মান আমি এখানে পাই সেটা বিরাট। তাই আমি কখনো ভাবিনি নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা।”
অভিনেতার এহেন মন্তব্যের পরে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আসলেই কতটা ‘দামী’ মহেশ বাবু যে বলিউড তাঁকে অ্যাফোর্ডই করতে পারবে না? কত টাকার সম্পত্তির মালিক দক্ষিণী দুনিয়ার সুপারস্টার? আজ জানাব মহেশ বাবুর সম্পত্তির খতিয়ান।
ফিল্মি পরিবারের ছেলে মহেশ বাবু। মাত্র চার বছর বয়সে একজন শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেন তিনি। একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মহেশ বাবু। কিন্তু এক সময়ে অভিনেতার বাবাই ছেলের কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ান। পড়াশোনা শিকেয় তুলে শুধু অভিনয় নিয়ে থাকলে চলবে না, সাফ আদেশ ছিল তাঁর।
বাবার আদেশ মেনে ৯ বছর অভিনয়ের নামও করেননি মহেশ বাবু। ১৯৯৯ সালে রাজা কুমারুড্ডু ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন তরুণ অভিনেতা। তেলুগু ভাষা না বুঝেও অভিনয় করেছিলেন তিনি। অভিষেক ছবিতেই মিলেছিল সেরা অভিনেতার পুরস্কার।
কিন্তু ভাগ্য প্রথমটা সঙ্গ দেয়নি তাঁকে। একের পর এক ছবি ফ্লপ হওয়ায় মাস কয়েকের জন্য অভিনয় থেকে বিরতি নেন তিনি। কামব্যাক করেন ‘অথাডু’ ছবি দিয়ে যা সে সময়ে ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ব্যবসা করেছিল। উল্লেখ্য, ‘থালাইভা’ রজনীকান্তের পর মহেশ বাবুই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি পারিশ্রমিক নেন।
সূত্রের খবর মানলে, এক একটি ছবির জন্য ১৮-২০ কোটি টাকা পারিশ্রমিক নেন মহেশ বাবু। সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় নিয়ে টাকার অঙ্কটা পৌঁছায় ১০০ কোটিরও উপরে। মাত্র ৪৬ বছর বয়সেই ২২৪ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। হায়দ্রাবাদে তাঁর বসত বাড়িটির মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা।
এছাড়াও বেঙ্গালুরুতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে অভিনেতার। গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর। ২ কোটি টাকার রেঞ্জ রোভার, ১.২ কোটির অডি থেকে শুরু করে ৩ কোটি টাকার ল্যাম্বরগিনিও রয়েছে শৌখিন মহেশ বাবুর সংগ্রহে।