‘১৫০ কোটি মানুষের নেতা মোদী’, বাতিল মালদ্বীপ সফর, লাক্ষাদ্বীপ যাওয়ার ৩ কারণ জানালেন নাগার্জুন

বাংলা হান্ট ডেস্ক : ভারতের (India) সাথে মলদ্বীপের (Maldives) সম্পর্ক উন্নত হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত প্রচুর মানুষ মলদ্বীপ যাওয়ার টিকিট বাতিল করেছেন। এবারে শুধু সাধারণ মানুষই না তারকারাও পর্যন্ত মলদ্বীপ যাওয়ার টিকিট বাতিল করেছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে, মলদ্বীপ যাওয়ার টিকিট বাতিল করলেন দক্ষিণই সুপারস্টার নাগার্জুন (Nagarjuna)। কী বললেন তিনি এই বিষয়ে? চলুন দেখে নিই।

১৭ই জানুয়ারি মলদ্বীপ যাওয়ার প্ল্যান ছিল নাগার্জুনের। ছুটি কাটানোর জন্য সমস্ত পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে তিনি তার মন বদলে ফেললেন। কারণ এখনও পর্যন্ত মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতির কোনোকিছুই লক্ষ করা যাচ্ছে না। ভারত সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, মলদ্বীপ ভারত সরকারকে বলেছে, ‘দেশ থেকে ভারতীয় সেনা (Indian Army) প্রত্যাহার করে নিতে’।

এরই মধ্যে দক্ষিণ ভারতীয় অভিনেতা নাগার্জুনের কিছু কথা শোনা গিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘১৭ই জানুয়ারি আমরা মলদ্বীপ যাওয়ার টিকিট (Tickit) কেটে ছিলাম। এক টানা কাজের চাপের থেকে একটু বিরতি নিয়ে ভেবেছিলাম ছুটি কাটাতে যাব মলদ্বীপে। কিন্তু এখন আর সেখানে যাব না। টিকিট বাতিল করে ফেলেছি। আগামী সপ্তাহে আমরা লাক্ষাদ্বীপ (Lakshadweep) বেড়াতে যাচ্ছি’।

অভিনেতা নাগার্জুনকে টিকিট বাতিলের নিয়ে প্রশ্ন করা হলে, তিনি এর উত্তরে বলেছেন, ‘আপনারা এটা বুঝবেন না যে আমি ভয় পেয়ে টিকিট বাতিল করেছি। তেমনটা কিন্তু নয়। আসলে মলদ্বীপ ভারতের সঙ্গে যা করেছে বা করছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে যে ভাষা ওই দেশের মন্ত্রীরা প্রয়োগ করেছেন, তা একেবারেই সহ্যের সীমার বাইরে’।

===

তিনি আরও বলেছেন, ‘মলদ্বীপে যা হচ্ছে এখন সেগুলো তাদের কর্মফল। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। যার কারণে মলদ্বীপকে আজ এগুলি ভুগতে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী যে ১৫০ কোটি মানুষের নেতা, তা তাদের ভোলা উচিত হয়নি’।

সম্পর্কিত খবর