বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry) থেকে সম্প্রতি এক দুঃসংবাদ এসেছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে দক্ষিণের বিখ্যাত অভিনেতা এবং সঙ্গীত সুরকার বিজয় অ্যান্টনির (Vijay Antony) ১৬ বছর বয়সী মেয়ে মীরা (Meera Antony) মারা গেছেন। এই খবরে শোকস্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি। দ্বাদশ শ্রেণীর ছাত্রী মীরার অকস্মাৎ মৃত্যুতে স্তম্ভিত পুরো পরিবার এবং আত্মীয়স্বজন।
বছর ১৬ এর মেয়ে মীরাকে সন্দেহজনক অবস্থায় দেখেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে ভর্তি করা হলে উপস্থিত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আসলে ভোরবেলার দিকে ৩টে নাগাদ বিজয় তার মেয়েকে অচৈতন্য অবস্থায় দেখে বাড়ির কর্মীদের সাথে নিয়ে হাসপাতালে পৌঁছান।
এরপর হাসপাতালেই চিকিৎসকরা মীরাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় শোকগ্রস্ত বিজয়ের পুরো পরিবার। ইন্ডাস্ট্রির সবাই বিজয়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তো বটেই, সারাভারত থেকে সহমর্মিতা পেয়েছেন বিজয় এবং তার পরিবার।
আরও পড়ুন : ‘সেরেই ফেললাম…’, তথাগতকে ভুলে ভাস্বরের সঙ্গে নতুন জীবন শুরু দেবলীনার!
প্রসঙ্গত উল্লেখ্য, বিজয় অ্যান্টনি আজ দক্ষিণ ভারতীয় সিনেমার একটি বিখ্যাত নাম। তিনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। এরপর সংগীত রচনায় নামেন। সেখানে দারুণ সাফল্য অর্জন করেন বিজয়। গত ২০০৬ সালে ফাতিমাকে বিয়ে করেন এবং তারপর দুই কন্যা সন্তান মীরা এবং লারার জন্ম হয়।