বাংলা হান্ট ডেস্ক: শোভন-বৈশাখীর তৃণমূলে ফেরার ইঙ্গিত রাজনৈতিক মহলে। সোমবার সংবাদমাধ্যমের সামনে দু’জনেই এমন কিছু মন্তব্য করেন যার জেরে তৈরি হয়েছে জল্পনা। অন্যদিকে এই ধরনের মন্তব্য কে উস্কানিমূলক বলেও মনে করছে রাজনৈতিক মহল। এদিন একদিকে তৃণমূল নেত্রী সম্পর্কে শ্রদ্ধার মনোভাব, অন্যদিকে বিজেপি সম্পর্কে চরম অসন্তোষ প্রকাশ করেন শোভন বৈশাখী।
এই সমস্ত ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত ঘটে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পর থেকেই, রবিবার শক্তিগড়ে এক জনসভায় এসে জয় বলেন, ‘দেবশ্রী রায়কেই বিজেপিতে নেওয়া উচিত। বৈশাখীকে নিয়ে এত মাতামাতির কী আছে? তাঁকে এত গুরুত্ব দিতে হবে কেন? এটা বিজেপির কালচার নয়। আর শোভন তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁকে নিয়েই বা এত মাতামাতি করতে হবে কেন?’ জয়ের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় বিজেপির রাজ্য সভাপতি কে, সোমবার এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘ব্যক্তিগত ভাবে কে কী বলেছেন, তা নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন জয়ের এমন মন্তব্য শোনার পর চরম অসন্তোষ প্রকাশ করেছেন দুজনেই। শুধু তাই নয় তারা দুজনে সরাসরি জানিয়ে দেন, ‘দেবশ্রী বিজেপিতে এলে তাঁরা দল করবেন না।’ জয়ের মন্তব্যের উত্তর দিয়ে শোভন বলেন, ‘এটি একটি বিকৃত মানসিকতার পরিচয়। এতদিন ধরে দেবশ্রীর মতো প্রথম সারির একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেও, ও যে কিছু করতে পারেনি, এ নিয়ে জয়ের চরম হতাশা রয়েছে। বিজেপিকে সরকারি ভাবে প্রকাশ্যে জানাতে হবে, এটি জয় বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মন্তব্য, দলের নয়। দলকে এই মন্তব্যের নিন্দা করতে হবে।’
এদিন শোভনের পাশে বসে বৈশাখী বলেন, ‘একটা দলে যে এত অশিষ্ট লোক আছেন, সেটা আগে জানা ছিল না। সেটাই বড় ভুল হয়ে গিয়েছে।’ এই ঘটনার জেরে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেননের কাছেও অভিযোগ জানিয়েছেন শোভন বৈশাখী। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়ের মন্তব্যের প্রকাশ্যে নিন্দা না-করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা দুজনেই।
প্রসঙ্গত, সদ্য সদ্য তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, ওরফে একসাথে শোভন-বৈশাখী। এরই মধ্যে অন্যমত প্রকাশ করছেন তাঁরা। কৈলাস বিজয়বর্গীয়র কাছে বিজেপি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন বৈশাখী। জানা গেছে, বৈশাখীকে শোভনের সমমর্যাদার পদ না দিতে চায়না বিজেপি। এতেই পথে মনোমালিন্য। এর সঙ্গে যোগ হয়েছে দেবশ্রীর বিজেপিতে যোগদানের গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।
বেশ কয়েকদিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। কিন্তু শোভন-বৈশাখী ঘোর আপত্তি রয়েছে দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে। গেরুয়া শিবির সূত্রে জানা গেছে, বৈশাখীর চাপে পড়েই দেবশ্রীকে নিয়ে দ্বিমত পোষণ শোভনের। কিন্তু এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোজাসুজি জানিয়েছেন, ‘ব্যক্তির আগে দল। কারও সঙ্গে ব্যক্তিগত মতানৈক্য থাকতেই পারে, কিন্তু দলের সিদ্ধান্ত মানতে হবে।’