মনে লাগল প্রেমের রঙ, ‘বাবা বেবি ও’র গানে বৈশাখীকে গোপন কথা বললেন শোভন! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির ভ‍্যালেন্টাইনস ডে তে আরো কাছাকাছি শোভন চট্টোপাধ‍্যায় (sovan chatterjee) ও বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায় (baishakhi banerjee)। রাজনীতি থেকে দূরে থাকলেও চর্চায় চিরদিনই প্রথম সারিতে থেকেছে এই জুটি। বিশেষ করে গত বছর দূর্গাপুজোর দশমীতে সকলের সামনে বৈশাখীকে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেই দুজনের জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে।

শোভন বৈশাখীকে নিয়ে মিউজিক ভিডিও বানানো হয়েছে। তাঁরা নিজেরাও নেচেছেন ‘মম চিত্তে নিতি নৃত‍্যে’র তালে। ট্রোল, সমালোচনা, বিদ্রূপ তো লেগেই রয়েছে। কিন্তু সেসবে পাত্তাই দিতে রাজি নন তাঁরা। শোভন বৈশাখী রয়েছেন নিজেদের মতো। সম্প্রতি ‘বাবা বেবি ও’র রোম‍্যান্টিক গানে ভিডিও ও বানিয়েছেন দুজনে।

1610136524 5ff8bbcc9507a shovon baishakhi
সরস্বতী পুজো ওরফে বাঙালির ভ‍্যালেন্টাইনস ডের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায় অভিনীত ‘বাবা বেবি ও’। মুক্তির আগেই এই ছবির ‘এই মায়াবী চাঁদের রাতে’ গানটি ব‍্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই মনের মানুষের হাতে হাত রেখে বৈশাখীও বানিয়ে ফেলেছেন একটি রোম‍্যান্টিক ভিডিও। সঙ্গে জুড়ে দিয়েছেন ট্রেন্ডিং গান। ব‍্যস, মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও।

এখানেই থামেননি বৈশাখী। সরস্বতী পুজোতেও মনে রঙ লেগেছে তাঁর। শোভনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। নীল পাড় কমলা রঙের শাড়িতে সেজেছেন বৈশাখী। প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেছেন লাল সাদা পাঞ্জাবি। একটি ছবিতে পিয়ানোও বাজাতে দেখা যাচ্ছে শোভন চট্টোপাধ‍্যায়কে। তাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে বৈশাখী।

baishakhi2
ছবিগুলি শেয়ার করে মধুর আবেদন করেছেন তিনি। লিখেছেন, ‘আমাকে কোমল ভাবে ভালবাসো। আমাকে মন থেকে সত‍্যিকারের ভালবাসো।’ শোভনের পাশাপাশি মেয়ের সঙ্গেও কয়েকটি ছবি শেয়ার করেছেন বৈশাখী। শেয়ার করেছেন মেয়ে রিলিনার সরস্বতী বন্দনার ভিডিও।

গত বছর দূর্গাপুজোর বিজয়া দশমীর দিন বৈশাখীর সিঁথি রাঙিয়ে দিয়ে নিজেদের প্রেমকে স্বীকৃতিও দেন শোভন। অধ‍্যাপিকা বলেন, “আমাদের মধ‍্যে কোনো স্বীকৃতির অভাব ছিল না। যেটা ছিল না সেটা সমাজের স্বীকৃতি। এখন সমাজ দেখছে যে আমাদের মধ‍্যে সততার কোনো অভাব ছিল না। আমরা দুটো সম্পর্ক থেকে বেরিয়ে এসে, দুটো প্রাণহীন সম্পর্ককে শেষ করে আমাদের যেখানে আনন্দ সেই আশ্রয়টা খুঁজে নিয়েছি।” সোশ‍্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের নাম বদলে তিনি করেছেন ‘বৈশাখী শোভন বন্দ‍্যোপাধ‍্যায়’।


Niranjana Nag

সম্পর্কিত খবর