জেল থেকে সোজা হাসপাতাল, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভোরেই উডবার্নে মদন-শোভন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রেসিডেন্সি জেলে নিয়ে যেতে না যেতেই ভোররাতে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের দুই মন্ত্রী মদন মিত্র (madan mitra) ও শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন তাঁরা।

জানা গিয়েছে, মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায়, তাঁকে অক্সিজেন দেওয়া হয়। অন্যদিকে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্ট দিতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। তবে সুব্রত মুখোপাধ্যায় প্রথমে শারীরিক অসুস্থতার কথা বললেও, পরবর্তীতে হাসপাতাল থেকে কোন পরীক্ষা না করিয়েই তিনি জেলে ফিরে যান।

এই মুহূর্তে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৬ নম্বর কেবিনে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং ১০৩ নম্বর কেবিনে রয়েছেন মদন মিত্র।

প্রসঙ্গত, গতকাল নারদ মামলায় নাটকীয় মোড় দেখা যায়। সন্ধের দিকে সিবিআই-এর বিশেষ আদালত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র আর শোভন চট্টোপাধ্যায়কে জামিনে মুক্ত করে। এরপর সিবিআই কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়ে। হাইকোর্ট সিবিআই-এর যুক্তি শুনে ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করে। এর ফলে সন্ধ্যায় মুক্তি পাওয়া নারদ মামলায় অভিযুক্তরা রাতে প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় কাটায়। আর সেখানেই অসুস্থ বোধ করেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।

X