বিগ ব্রেকিং- নারদা কাণ্ডের কন্ঠস্বর নমুনা দিতে সিবিআই দফতরে শোভন, সঙ্গ দিলেন বৈশাখী

নারদা কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ এই উদ্দেশ্যে নারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রাজ্যের সমস্ত তাবড় নেতৃত্বদের ইতিমধ্যেই তলব করেছে সিবিআই৷ ডাক পড়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের৷ বুধবার সিবিআইয়ের তলবে হাজিরা দিতেই সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন শোভন চট্টোপাধ্যায়৷ এদিন শোভনের সঙ্গে নিজাম প্যালেসে উপস্থিত আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের৷

এ দিন ভয়েজ স্যাম্পেল জমা দিতেই সিবিআই দফতরে হাজির হয়েছেন প্রাক্তন মেয়র৷ নারদা কেলেঙ্কারিতে এই নিয়ে দ্বিতীয় বার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে তলব করল সিবিআই৷ প্রথমবার তলবে হাজির না থাকলেও দ্বিতীয় বার তদন্তে সহযোগিতা করার স্বার্থে শোভন চট্টোপাধ্যায় হাজির হলেন সিবিআই দফতরে৷ নারদা স্টিং অপারেশনে ভিডিও ফুটেজে শোভন বাবুকে টাকা নিতে দেখা যায় তাই এই টাকা তিনি কেন নিয়েছিলেন? টাকা কোন খাতে খরচ করলেন এই সংক্রান্ত বিস্তারিত বিষয় শোভনের কাছ থেকে জানতে চান সিবিআই আধিকারিকরা৷

   

এর আগে ম্যাথু স্যামুয়েলস ও কেডিকে মুখোমুখি বসে নারদা কাণ্ডের জন্য জেরা করা হয়েছিল, তাদের জেরার পরেই দশ জনকে তলব করে সিবিআই৷ প্রাক্তন মেয়রের পাশাপাশি তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও সিবিআই অফিসে পৌঁছান৷ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাজিরা দেওয়ার কথা এ ছাড়াও নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস কেউ হাজিরের নির্দেশ দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা৷

আসলে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে যে কণ্ঠস্বর রয়েছে তা অভিযুক্তদের কণ্ঠস্বরের সঙ্গে কোনও মিল আছে কি না? হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশিকা পাওয়ার পরেই প্রাক্তন মেয়রের কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে৷

সম্পর্কিত খবর