জয় পেল বৈশাখী, অবশেষে হাসপাতাল থেকে ছুটি শোভনের

বাংলাহান্ট ডেস্কঃ শেষমেশ হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ব্যক্তিগত রিক্স বন্ডে সই করেই হাসপাতাল থেকে ছুটি নেন তিনি। আজ সকাল থেকেই শোভনকে হাসপাতাল থেকে বের করার জন্য তৎপর হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নানান টালবাহানার পর রাত পৌনে নয়টা নাগাদ ব্যক্তিগত রিক্স বন্ডে সই করে এসএসকেএম থেকে ছুটি পান শোভনবাবু।

আরেকদিকে, বিকেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন যে, হাসপাতালে জোর করে আটকে রাখা হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, নানান পরীক্ষার নাম করে জোর করে আটকে রাখা হচ্ছে শোভনকে। তিনি এও বলেন যে, সকাল থেকে দেখাও হয়নি আমাদের।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় এও বলেন যে, সিবিআই-এর হেফাজতে থাকলেও এর থেকে ভালো থাকত উনি। আমি বারবার অনুরোধ করেছি, ব্যক্তিগত বন্ড দিয়ে ছাড়ানোর কথাও বলেছি, কিন্তু কেউ এই বিষয়ে নজর দিচ্ছে না। শোভনবাবু রাগে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী আরও অভিযোগ করে বলেন, অনেকেই ওঁর সঙ্গে কথা বলার জন্য ঢুকে পড়ছে উডবার্নে। তিনি আবেদন জানিয়ে বলেন যে, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমি হাতজোড় করে আবেদন করছি। ওঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।”

 

Koushik Dutta

সম্পর্কিত খবর