আবহাওয়া আন্তর্জাতিকঃ ভয়াবহ বালিঝড়ে বিপর্যস্ত ক্যনারি দ্বীপপুঞ্জের জনজীবন

বাংলাহান্ট ডেস্কঃ সাহারার ভয়াবহ বালিঝড়ের কারনে রবিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আসা সমস্ত ফ্লাইটগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় ১৪৪ টি ফ্লাইট ক্ষতিগ্রস্থ হয়েছে, বিমানবন্দর কত দিন বন্ধ থাকবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ফুয়ের্তেভেন্তুরা এবং ল্যাঞ্জারোটের কিছু আউটবাউন্ড সার্ভিস ঝড়ের মধ্যেও চালু থাকলেও বাকি বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। পাশাপাশি ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার জনজীবন। কর্তৃপক্ষ সোমবার সেখানকার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

52481978 401

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার বলেছে যে বায়ু 120 কিলোমিটার (প্রায় 75 মাইল প্রতি ঘন্টা) পৌঁছতে পারে।স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, খেজুর গাছগুলি বাতাসে চাবুকের মত দুলছে।  ঘন হলুদ বালির ঝড় দ্বীপগুলি ঘিরে রেখেছে।

স্থানীয়ভাবে “ক্যালিমা” নামে পরিচিত ঝড়ের ঘটনাটি সাহারা মরুভূমি থেকে বালু এবং ধুলার মেঘ তুলে এবং আফ্রিকার উপকূল থেকে দ্বীপপুঞ্জকে পৃথক করে ৯৫ কিলোমিটার (৫৯ মাইল) জুড়ে পরিবহন করতে সক্ষম।

 

সম্পর্কিত খবর