আজ বিশ্বকাপে লড়াই শুরু ‘গ্রুপ অফ ডেথ’-এর, গতবারের রানার্স-আপ মদ্রিচের ক্রোয়েশিয়াও নামছে আজ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে আজ শুরু হতে চলেছে গ্রুপ অফ ডেথ, ‘গ্রুপ ডি’-এর লড়াই। এই গ্রুপে জার্মানি এবং স্পেনের মতো হেভিওয়েট দলের সঙ্গে রয়েছে জাপান এবং কোস্টারিকার মতো জায়ান্ট কিলাররা। আজকের প্রথম ম্যাচে ভারতীয় সময় সাড়ে তিনটা নাগাদ মাঠে নামতে চলে এসে জার্মানি। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে এশিয়ান ফুটবলের সবচেয়ে ধারাবাহিক দেশ জাপান।

জাপানের বিরুদ্ধে নামার আগে কিছুটা দুশ্চিন্তায় জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। চোটের জন্য দ্রুতগতির উইঙ্গার লেরয় সানেকে পাবে না তারা। সাম্প্রতিক সময়ে তারা খুব একটা ভালো ফর্মেও নেই। তবে চলতি বিশ্বকাপে ইংল্যান্ড এবং সৌদি আরব ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে সাম্প্রতিক ফর্ম আর বিশ্বকাপের পারফরমেন্সের মধ্যে কোনও সংযোগ নেই। তবে যদি সাম্প্রতিক ফর্মকে হিসেবের মধ্যে আনা হয় তাহলে এই জাপান দলের পুরো মাত্রায় ক্ষমতা রয়েছে জার্মানিকে হারিয়ে অঘটন ঘটানোর।

তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবোর মতো ফরোয়ার্ড, ডাইচি কামাডার মতো মিডফিল্ডার, তাকেহিরো টমিয়াসুর মতো উইং ব্যাকের পাশাপাশি কোচ হাজিমে মোরিয়াসুর মতো যিনি জাপানের জাতীয় লিগ জিতেছেন তিনবার, মগজাস্ত্র জার্মানির জন্য সমস্যা তৈরি করতে পারে। তবে জার্মানির গ্যানাব্রি, মুশিয়ালা, হার্ভাটজের মতো ফুটবলারদের তরুণ গতিশীল ফরোয়ার্ড লাইনের পাশাপাশি কিমিচ, গরেতস্কাদের মতো অভিজ্ঞ মিডফিল্ডার, রুডিগার, শুলের মতো দানবিক ডিফেন্ডারের পেছনে ন্যায়ারের তো অভিজ্ঞ গোলকিপারের উপস্থিতি ঠিক মতো ক্লিক করলে বড় রকম বিপদেও করতে পারে জাপান।

আজকের গ্রূপ ডি-এর দ্বিতীয় ম্যাচে কেইলোর নাভাসের মতো অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক সমৃদ্ধ কোস্তারিকার মুখোমুখি হবে তারুণ্য ও কিছুটা অভিজ্ঞতায় ভরা স্পেন। পাবলো গাভী ও পেদ্রীদের মতো তরুণ ও আগ্রাসী মানসিকতার মিডফিল্ডকে নেতৃত্ব দেবেন স্পেনের বিশ্বকাপজয়ী অভিজ্ঞ মিডফিল্ডার বুক্সেতস। স্প্যানিশ কোচ সিমিয়োনে ইতিমধ্যেই তার বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন। সমালোচকদের জবাব দিতে পারেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।

অপরদিকে আজ গতবারের বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মুখোমুখি আফ্রিকার মরক্কো। কতবারের বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচের এটিই শেষ বিশ্বকাপ অভিজ্ঞতা হতে চলেছে। ক্রোয়েশিয়ার নেতৃত্বের দায়িত্ব থাকছেন তিনি। তবে গতবারের ক্রোয়েশিয়া দলের মতো এইবারও মেডফিল্ড ও ডিফেন্সে একাধিক যোগ্য ফুটবলার থাকলেও আক্রমণভাগে মারিও মাঞ্জুকিচের অভাব এখনো পূরণ করতে পারেনি তারা। অপরদিকে আশরাফ হাকিমি, হাকিম জিয়াচ, আম্রাভাটের মতো ইউরোপের বড় ক্লাবে খেলা ফুটবলার এবং অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বনউয়ের মতন ফুটবলারদের দ্বারা সমৃদ্ধ মরক্কো কোনওভাবেই সহজে ছাড়বে না ক্রোয়েশিয়াকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর