‘কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলেই আছেন!’ স্পিকারের মন্তব্যে তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের সাগরদিঘির (Sagardighi) উপনির্বাচন (Bypoll) নিয়ে জলঘোলা কম হয়নি। শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool) বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় এসেছে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Byron Biswas)। তবে জয় ঝুলিতে এলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা কংগ্রেসের (Congress)।

এই আবহেই এবার বাইরন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তার দাবি, সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন তিনি তৃণমূলেরই। আর এই দাবি খোদ বাইরন করেছেন বলেও জানান তিনি।

ঠিক কী বলেছেন স্পিকার? বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওটা একটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। ওদের যে বিধায়ক তিনি আমার সঙ্গে বিধানসভায় নিজেই স্বীকার করেছেন যে আমি তো তৃণমূলেরই লোক। তৃণমূলের ভোটেই আমি জিতেছি। সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সবাই তৃনমূলের সমর্থক। আমাদের যেহেতু প্রার্থী নির্বাচনে কোনও ত্রুটি হয়ে থাকতে পারে। যার জন্য তৃনমূলের ভোট ওইদিকে চলে গিয়েছে। তিনি কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি মুখে বলেছেন তিনি তৃণমূলের লোক’।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হবার পর শনিবার প্রথম বিধানসভায় আসেন একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। এদিন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নেতা। বেশ কিছুক্ষন কথা-বার্তা চলে তাদের মধ্যে। এরপর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এদিন বাম–কংগ্রেস জোটের প্রতিনিধি হিসাবে বিধানসভায় যান বাইরন।

speaker biman banerjee

এদিন বাইরন বিশ্বাসের সঙ্গে বিধানসভায় আসেন আরও দুই প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং নেপাল মাহাত। বাইরনের জয়ের ফলে আগামী পাঁচ বছর একজন হলেও কংগ্রেস প্রার্থী থাকছেন রাজ্য বিধানসভায়। যা নিয়ে বেজায় উচ্ছাসিত হাত শিবির। বাইরনের জয়ে বাম খুশি হলেও একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও তাদের কোনো প্রতিনিধি বিধানসভায় নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর