‘বিশিষ্টজনদের রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে’, মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা নিয়ে বিস্ফোরক বিমান

বাংলাহান্ট ডেস্ক : করুণাময়ী কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা বিশিষ্টজনদের চিঠির প্রসঙ্গে দাবি করলেন বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন তিনি বলেন বিশিষ্টজনেদের নির্দিষ্ট কোনও পলিটিক্যাল এজেন্ডা (Political agenda) থাকতে পারে। করুণাময়ী কাণ্ডের পর শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ জানাতে থাকেন অভিনেত্রী অপর্ণা সেন, চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়দের মতো বিশিষ্টজনরা৷ শেষ পর্যন্ত অবশ্য বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে সম্মিলিতভাবে লিখিত বিবৃতি প্রকাশ করেন ১৩ জন বিশিষ্ট নাগরিক৷ এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যাযয়ের মন্তব্য করেন, ‘তাঁদের অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে, পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে। থাকতেই পারে।’

জানা যাচ্ছে, গতকাল শুক্রবার, অভিনেত্রী অপর্ণা সেন, সমাজকর্মী বিনায়ক সেন, চিকিৎসক কুণাল সরকার, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, রেশমী সেন, ঋদ্ধি সেন, কৌশিক সেন সহ ১৩ জন বিশিষ্ট নাগরিক করুণাময়ীতে জোর করে চাকরিপ্রার্থীদের তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লেখেন।

   

ওই চিঠিতে লেখা হয়, ‘সংবাদমাধ্যমে আমরা দেখেছি যে অনশনরত চাকরিপ্রার্থীদের সরিয়ে দেওয়ার জন্য কী ভাবে বিধাননগর পুলিস বলপ্রয়োগ করে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে মনে করি।’ তবে নির্দিষ্ট একটি আন্দোলনের ভিত্তিতে এই প্রতিবাদকে কয়েকজনের বিশিষ্টজনের ‘ব্যক্তিগত মত’ বলে দাবি বিমানের। তাঁর কথায়, “রাস্তায় তো আমরাও নামি, রাস্তায় নেমে আমরাও তো অনেক আন্দোলন করি। বেছে বেছে কিছু, কিছু আন্দোলনে অংশগ্রহণ করা এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।”

শুক্রবার রাতে বারাসাতের (Barasat) নবপল্লির কালীপুজোর (Kalipuja) উদ্বোধনে উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চাকরির দাবি সবাই করতে পারেন। কিন্তু ন্যায্য বা কোনটা অন্যায্য, তা ঠিক করার জন্য আমাদের শিক্ষা মন্ত্রক রয়েছে, রাজ্য সরকার রয়েছে, আদালত রয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলাটা সমীচিন বলে মনে করি না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর