বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল নেতা মুকুল রায়ের (mukul roy) বিধায়ক পদ খারিজের মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৭ ই অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকারকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার কথা বলা হয়েছে। এই বিষয়ে স্পিকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।
এই বিষয়ে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ রায় শোনায়। মঙ্গলবার বিধায়ক পদ খারিজের আবেদনের ওঠে শুনানির সময়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, বিধায়ক পদ খারিজের আবেদনের ৩ মাসের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকে স্পিকারের- এমনটাই জানায় আলাদত।
কিন্তু এক্ষেত্রে, গত ১৬ ই সেপ্টেম্বর মুকুল রায়ের ৩ মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও, এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি স্পিকার। এমনকি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মামলার শুনানিতেও হাজির থাকেন না মুকুল রায়।
এবার এবিষয়ে কিছুটা কড়া হল কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরও, স্পিকার এই ফাইল চেপে রেখেছেন। নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না স্পিকার। মনে হচ্ছে কারও পরামর্শ অনুযায়ী কাজ করছেন। তবে আগামী ৭ ই অক্টোবরের স্পিকার যদি এই বিষয়ে নিজের সিদ্ধান্ত না জানান, তাহলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট।