গ্রেফতার করার আগে স্পিকারকে জানাতে হয়! ED-কে সংবিধানের পাঠ বিমান বন্দ্যোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : প্রায় ২৭ ঘণ্টার ম্যারাথন জেরা। তারপরই শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করেছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান (Indian Constitution) অনুসারে কোনও সাংবিধানিক পদের অধিকারি ব্যক্তিকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে জানাতে হয়। কিন্তু এখনও পর্যন্ত এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভাকে কিছুই জানানো হয়নি। এমনটাই অভিযোগ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

শনি ও রবিবার বিধানসভা বন্ধ থাকে। কিন্তু বাল গঙ্গাধর তিলকের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বিধানসভায় এসেছিলেন স্পিকার। সেখানেই তাঁকে প্রশ্ন করা হলে বিমানবাবু বলেন, ‘পার্থবাবু আমাদের বিধানসভার সদস্য। শুনেছি তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আইন মেনে বিধানসভাকে জানানো উচিত। কিন্তু আমি বিধানসভার সচিবালয়ে খবর নিয়ে জেনেছি, ইডির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও চিঠি আসেনি।’ তিনি আরও বলেন, ‘বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করা হলে বিধানসভার সচিবালয় মারফত স্পিকারকে জানানো হয়। এ ক্ষেত্রে এখনও আমাদের কাছে কোনও বার্তা পাঠায়নি ইডি।

যদি ইডির তরফ থেকে কোনও বার্তা না আসে, তবে তা হবে সম্পুর্ণ আইন বহির্ভূূত।’ গত বছর মে মাসে সারদা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়-সহ রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। রাজ্যের প্রভাবশালী এই রাজনীতিকদের গ্রেফতার করেছিল সিবিআই। সেবারও স্পিকার অভিযোগ করেন, তাঁকে কিছু না জানিয়েই বিধায়ক-মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। আইন মেনে কাজ করেনি সিবিআই।

তারপর বিধানসভাতেই স্পিকার তলব করেছিলেন ইডি ও সিবিআইয়ের আধিকারিকদের। যদিও বিধানসভায় স্পিকারের সামনে হাজিরা দেননি ইডি বা সিবিআইয়ের আধিকারিকরা। এ বার আবারও বিধানসভাকে অন্ধকারে রেখেই রাজ্যের শিল্পমন্ত্রীকে গ্রেফতার করার অভিযোগ উঠল ইডির বিরুদ্ধে।

Sudipto

সম্পর্কিত খবর