আমেরিকান প্রেসিডেন্ট ও মোদীর মধ্যে হতে চলেছে বিশেষ চুক্তি, ট্রাম্পের ভারত সফরের উপর নজর থাকবে বিশ্বের

বাংলাহান্ট ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের (Donald John Trump) আগমনের জন্য গোটা দেশ জুড়ে সাজোসাজো রব উঠেছে। আমেদাবাদ (Ahmedabad) থেকে শুরু করে সেজে উঠেছে আগ্রা (Agra) এবং মহানগরী দিল্লীও (Delhi)। আগামী ২৪ শে ফেব্রুয়ারী ভারত (India) সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেদাবাদে নির্মিত বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়ামের উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন তিনি।

donald trump birthday e1558533939694
Donald Trump

ভারতে এসে প্রথমে তিনি আমেদাবাদে যাবেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল রোড শোয়ের মাধ্যমে এয়ারর্পোট থেকে অনুষ্ঠান স্থলে যাবেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যেয় আগ্রা হয়ে নয়া দিল্লী যাবার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। নয়া দিল্লীতে তাঁকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হবে এবং ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেশীয় বিষয়ে আলোচনা হবে। ২৫ শে ফেব্রুয়ারী মধ্যরাতে তিনি আবার আমেরিকার (America) উদ্দ্যেশে রওনা দেবে।

ট্রাম্পের এই ভারত সফরে তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসবেন স্বয়ং মোদীজি। আলোচনার বিষয়বস্ত থাকবে, দেশের আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ছাড়াও দেশবাসীর নানান কল্যাণ মূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ট্রাম্পের এই ভারত সফরের ফলে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

ভারতের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বার্তা হবে ট্রাম্পের সঙ্গে। ভারতের নৌসেনার প্রয়োজনীয় ২৪ টি হেলিকপ্টার কেনার বিষয়েও আলোচনা হবে। এই হেলিকপ্টার শত্রুর মোকাবিলায় প্রভূত সহায়তা করবে। ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। ট্রাম্পের এই অল্প সময়ের ভারত সফরে নরেন্দ্র মোদী কোন তাড়াহুড়ো করতে চান না। হটকারিতা করে তিনি কোন ভুল কাজ করতে নারাজ। ভারতের সুরক্ষার জন্য প্রয়োজনীয় হেলিকপ্টারগুলো আগামী ২ থেকে ৫ বছরের মধ্যে ধাপে ধাপে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রও আমেরিকা থেকে ভারতকে দেওয়া হবে বলে জানা যায়।


Smita Hari

সম্পর্কিত খবর