কলকাতায় আটকে থাকা মোহনবাগান-ইস্টবেঙ্গল স্প্যানিশ ফুটবলারদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা।

লকডাউনের জেরে এই মুহূর্তে কলকাতায় গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলাররা। এবার এই স্প্যানিশ ফুটবলারদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। বেইটিয়া, গঞ্জালেজরা বিশেষ বিমানে 5 ই মে দেশে ফিরে যেতে পারেন। কিবু ভিকুনাদের দেশে ফেরানোর এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে স্প্যানিশ দূতাবাসের তরফে।

এর আগেও স্প্যানিশ দূতাবাসের তরফে বেইটিয়া, গঞ্জালেজদের দেশে ফেরানোর উদ্দ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেই সময় ফেডারেশনের তরফে আইলিগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি তারফলে সেই সময় দেশে ফিরে যেতে পারে নি বেইতিয়ারা। ইতিমধ্যেই ফেডারেশনের তরফে এই বছর আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে মোহনবাগানকে। তাই এবার আর কোনো বাঁধা নেই বেইটিয়াদের দেশে ফিরে যেতে। এরফলে এই মুহূর্তে দেশে নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য কার্যত মন ছটফট করছে গঞ্জালেজদের।

1142068114f43a3b74527fe7cecd5a1ba110c83cea962114ef2c7aa55f92a0a2bbbe0afdd

জানা গিয়েছে প্রথমে বিশেষ বাসে করে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে বেইটিয়া, কোলাডোদের। তারপর সেখান থেকে আমস্টারডম পর্যন্ত বিমানের ব্যবস্থা করা হয়েছে। ফুটবলারদের সাথে দেশে ফিরে যাবেন কিবু ভিকুনার সহকারি টমাস এবং ট্রেনার পাওলিস।


Udayan Biswas

সম্পর্কিত খবর