বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেশন ব্যবস্থা খাদ্য বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রেশন ব্যবস্থার মাধ্যমে সরকার গরিব মানুষদের কিছু খাদ্য সামগ্রী দিয়ে থাকে। এই খাদ্য সামগ্রী কখনো পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে, আবার কখনো সামান্য কিছু টাকার পরিবর্তে মেলে এই খাদ্যদ্রব্য।
তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মাঝেমধ্যেই কিছু বিশেষ স্কিম আনে যেগুলি বিশেষ কিছু মানুষদের জন্যই প্রযোজ্য হয়। এই স্কিমগুলির মাধ্যমে সরকার আরো সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয় গরিব মানুষের কাছে। চাল ও গমের পাশাপাশি এবার এই রাজ্য রেশনে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করল।
আরোও পড়ুন : ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! মুকুটমণিপুর যাওয়া এখন আরোও সহজ, দুর্দান্ত ব্যবস্থা রেলের
যদিও এই সুবিধা সবার জন্য নয়। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে অন্ত্যোদয় কার্ড হোল্ডারদের আগামী তিন মাস রেশন থেকে দেওয়া হবে বিনামূল্যে চিনি। লখনউয়ের ডিএসও বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের সরকার আগামী তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি সরবরাহ করবে।
আরোও পড়ুন : পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও সহজ ও সস্তা, বড় উদ্যোগ নিল NBSCT! চালু হচ্ছে এই বিশেষ সুবিধা
অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা ১৮ টাকা কেজি দরে চিনি পাবেন জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে। বিনামূল্যে ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল বর্তমানে সরকারের থেকে পেয়ে থাকেন অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা। কেন্দ্রীয় সরকার এর আগে গত বছর ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় ৮১ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করার।
সেইসময় উত্তর প্রদেশ সরকার ঘোষণা করে, সমস্ত যোগ্য পরিবারকে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩-র ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চাল, গম এবং মোটা শস্য প্রদান করা হবে। প্রতিমাসে বিনামূল্যে ৩৫ কিলো খাদ্যশস্য পেয়ে থাকেন অন্ত্যোদয় কার্ডধারীরা এই প্রকল্পের মাধ্যমে।