বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিগত দু’বছরের অধিক সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। একাধিকবার জামিনের আবেদন জানালেও জেলমুক্তি হয়নি। বুধবার সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীকে। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসেও দেখা গেল কার্যত একই চিত্র।
জামিন মামলায় আবারও ভর্ৎসনার মুখে পার্থর (Partha Chatterjee) আইনজীবী!
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির মামলা কলকাতার বিচার ভবনে চলে। অন্যদিকে আলিপুর আদালতে চলে সিবিআইয়ের মামলা। ইডির (Enforcement Directorate) তরফ থেকে আবেদন করা হয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে করা সিবিআইয়ের মামলাও বিচার ভবনে শোনা হোক। সেই আবেদন মঞ্জুর করা হয়।
বিচার ভবনের একই এজলাসে সিবিআই এবং ইডির (ED) মামলার শুনানি শুরু হয়। পরবর্তীতে ইডির মামলা অন্য এজলাসে চলে যায়। এরপর সিবিআইয়ের মামলাও ওই একই এজলাসে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়। এদিকে ইতিমধ্যেই পার্থকে শোন অ্যারেস্ট করেছে সিবিআই। ওই মামলাতেও জামিনের আবেদন জানিয়ে বিচার ভবনের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আদালত সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়, এদিন পার্থর আইনজীবী বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসেই বিচারককে ওই মামলা শোনার আবেদন করেন। বলা হয়, ইডির আবেদন মতো সিবিআইয়ের (CBI) মামলা যেহেতু অন্য আদালত কিংবা এজলাসে স্থানান্তরিত করা হয়নি, সেই কারণে এখানেই সেটা শোনা হোক।
এরপরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে ভর্ৎসিত হন বলে খবর। পার্থর (Partha Chatterjee) আইনজীবীর উদ্দেশে আদালত প্রশ্ন করে, ‘বেঞ্চ নিয়ে আপনি এত ভাবছেন কেন?’ একইসঙ্গে বিচারক বলেন, ‘শুধু শুধু আপনি আদালতের সময় নষ্ট করছেন। কোন কোর্টে মামলা থাকবে সেটা আপনি ঠিক করবেন না’।