বাংলাহান্ট ডেস্ক : গতকাল দেশ জুড়ে পালিত হয়েছে দশেরা। মনে করা হয় দশেরার দিন রাবণকে বধ করেছিলেন রাম। শুভর কাছে অশুভ শক্তির পরাজয়কে দশেরা দিন উদযাপন করা হয় দেশের প্রতিটা প্রান্তে। বিভিন্ন জায়গায় রাবণ বধের অনুষ্ঠান আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ ভিড় জমান এই উৎসবে।
কিন্তু জানেন আমাদের দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে দশেরার দিন রাবণকে বধ করার পরিবর্তে তাকে পুজো করা হয়? দশেরার দিন আমাদের দেশের একাধিক জায়গায় রাবণের কুশ পুতুল দাহ করা হয়। গোটা দেশ জুড়ে আনন্দের সাথে শুভ শক্তির জয়কে সেলিব্রেট করা হয়। কিন্তু দিল্লি এনসিআর এর এই গ্রামটিতে দশেরার দিন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন থাকে।
আরোও পড়ুন : যে কোন মুহুর্তে হতে পারে মৃত্যু! এই পাঁচটি তেলেই লুকিয়ে আছে ‘বিষ’, একেবারেই দেবেন না রান্নায়
মনে করা হয় এই গ্রামেই লঙ্কাপতি রাবণের জন্ম হয়েছিল। এই গ্রামটি ছিল রাবণের বাবা ঋষি বিশ্রবের। তাঁর নামানুসারে এই গ্রামের নাম বিসারখ। দশেরার দিন এই গ্রামে পুজো করা হয় রাবণকে। বিসারখ গ্রামের বাসিন্দাদের বিশ্বাস এই গ্রামের সন্তান রাবণ। তাই তাকে দশেরার দিন বধ না করে পুজো করা হয়।
জানা গেছে এর আগে এই গ্রামের লোকেরা দুবার রামলীলার আয়োজন করেছিলেন। কিন্তু প্রত্যেকবার সেই অনুষ্ঠানে কেউ না কেউ মারা যান। বলা বাহুল্য, গোটা এলাকায় নেমে আসে হাহাকার। এর ফলে এই গ্রামে সম্পূর্ণভাবে রামলীলার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দশেরার দিন রাবণ বধের পরিবর্তে এখানকার লোকেরা শোক পালন করেন।