কপাল খুলবে কৃষকদের! এবার প্রকল্পের টাকার সঙ্গে পাবেন ‘এই বিশেষ’ সরকারি সুবিধা, জানতেন আপনি?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের (State Government) তরফে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) মাধ্যমে প্রতি বছর ১০ হাজার টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের (West Bengal) চাষীদের (Farmers)। এই টাকার পাশাপাশি এবার সরকার আরো একটি বড় সুবিধা দিতে চলেছে রাজ্যের কৃষকদের।

পশ্চিমবঙ্গে (West Bengal) কৃষকদের জন্য বিশেষ সুবিধা

ভারত কৃষি নির্ভর দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে সারা বছর কোনও না কোনও ফসল চাষ হয়। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি কৃষিকাজের সাথে যুক্ত। বর্তমান যুগে কৃষিকার্যেও লেগেছে বিজ্ঞানের ছোঁয়া। বর্তমানে কৃষকরা মাঠে চাষ করার জন্য ট্রাক্টর ও অন্যান্য মেশিন, যন্ত্রপাতির সাহায্য নেন। তবে দেশের অনেক গরীব কৃষক রয়েছেন যারা আর্থিক কারণে ট্রাক্টর ও মেশিন কিনতে পারেন না।

   

আরোও পড়ুন : মহাকাশে এবার “ভারতের বাড়ি”, ISRO করে দেখাল কামাল, নির্ধারণ হল স্পেস স্টেশনের জায়গা

তাদের কথা চিন্তা করে এবার সরকার (State Government) এমন প্রকল্প নিয়ে এসেছে যার সাহায্যে প্রান্তিক ও গরিব কৃষকরাও আধুনিক উপায়ে চাষ করতে পারবেন। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি এই কৃষকরা মোটা টাকার ভর্তুকিতে পেয়ে যাবেন। এই প্রকল্পের সুবিধা পাবেন কৃষক পরিবার, স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি), ব্যবহারকারী গোষ্ঠী, সমবায় সমিতি, কৃষক উৎপাদনকারী সংস্থা (এফপিও) এবং উদ্যোক্তা কৃষক।

আরোও পড়ুন : রেলের মান্থলি পাস তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগবে? অফলাইন ও অনলাইনে নিয়ম কী? দেখুন

পশ্চিমবঙ্গে (West Bengal) এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা কৃষকদের। জানা যাচ্ছে সরকারের (State Government) উদ্যোগে একটি কেন্দ্র খোলা হবে যেখান থেকে ভর্তুকিতে কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রপাতি ভাড়া দেওয়া হবে। কৃষকরা এই কেন্দ্র থেকে ১১০০ রকমের যন্ত্রপাতি ভাড়া নিতে পারেন। ভাড়ার উপর ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে ছোট যন্ত্রের ক্ষেত্রে।

এক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার। শক্তিশালী যন্ত্রের উপর দেওয়া হবে ৫০ থেকে ৬০ শতাংশ ভর্তুকি। সেক্ষেত্রে তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র খুলেও পেতে পারেন ভর্তুকি। ১০ লক্ষ টাকার কৃষি যন্ত্রের হাব খুললে সরকার দেবে আশি শতাংশ ভর্তুকি। এই প্রকল্পে আবেদনের জন্য অনলাইন মাধ্যমে আবেদনপত্র প্রিন্ট আউট করে সেটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

Untitled design 5

তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি নিয়ে পৌঁছে যেতে হবে কৃষি দপ্তরে। পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের কৃষি বিভাগের ওয়েবসাইটে আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন। এছাড়াও যোগাযোগ করতে পারেন জেলা কৃষি অফিস, ব্লক কৃষি অফিস বা কৃষি সমন্বয়কারীর সাথে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর