সোনার হার থেকে লঙ্কা পোড়া! বাংলাদেশ থেকে ‘ইস্পেশাল’ উপহার এল সৌমিতৃষার জন্য

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (Mithai) এর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা অধ্যায় শেষ হল। আড়াই বছর সময়টা কম নয়। এর মধ্যে বহু পুরনো সিরিয়াল শেষ হয়েছে। নতুন সিরিয়াল এসেছে, টিআরপির অভাবে শেষ হয়েছে সেগুলোও। কিন্তু মিঠাই একটানা চলছিলই। দর্শকদের ভালবাসা অবশ্য ছিল। সেটা এখনো রয়েছে। শুধু কমে গিয়েছে টিআরপি।

পয়লা নম্বর স্থান থেকে সেরা দশের বাইরে ছিটকে গিয়েছে মিঠাই। এরপরেই সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। গত ৩১ মে শেষ শুটিং ছিল মিঠাইয়ের। খবর পেয়ে আগে থেকেই ভক্তদের লাইন পড়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওতে। আদৃত সৌমিতৃষাকে শেষবার চোখের সামনে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। সেই সঙ্গে ঢালাও উপহারও পেয়েছেন মিঠাই রানী।

   

soumitrisha

বিগত আড়াই বছর ধরেই মিঠাইয়ের সেটের বাইরে ভিড় জমত ভক্তদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতেন তারা। এমনকি বাংলাদেশেও মিঠাইয়ের জনপ্রিয়তা চরমে। সিরিয়ালের শেষ শুটিংয়ের সময়ে ওপার বাংলা থেকেও উপহার এল সৌমিতৃষা কুণ্ডুর জন্য। আর সেই উপহার দেখে চোখ কপালে অভিনেত্রী সহ নেটিজেনদেরও।

বাংলাদেশ থেকে লঙ্কা পোড়া এল সৌমিতৃষার জন্য। হ্যাঁ, ঠিকই পড়েছেন। একটি ছোট কালো বক্সে করে একগুচ্ছ শুকনো লঙ্কা পোড়া পাঠানো হয়েছে তাঁকে। কাণ্ড দেখে অবাক সৌমিতৃষা। আসলে মিঠাইতেই প্রথম এই লঙ্কা পোড়ার বিষয়টা আনা হয়। উচ্ছেবাবুর উপর থেকে মেয়েদের নজর সরাতে লঙ্কা পোড়া দিয়েছিল মিঠাই। খুবই চর্চায় উঠে এসেছিল বিষয়টা।

এবার বাস্তবেই লঙ্কা পোড়া উপহার পেলেন সৌমিতৃষা। আর তিনিও মিঠাই ‘ইসটাইলে’ ভাল মেয়ের মতো নিয়ে নিয়েছেন উপহারটা। ভবিষ্যতে তাঁর উপর থেকে নিন্দুকদের কুনজর সরানোর জন্যই এই বিশেষ উপহার প্রিয় মিঠাই রানীকে পাঠিয়েছেন নেটনাগরিকরা।

তবে শুধু লঙ্কা পোড়া নয়। সোনার হারও উপহার পেয়েছেন সৌমিতৃষা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সোনার হারের মতো মূল্যবান উপহার নিতে বাধো বাধো ঠেকে। কিন্তু কেউ যখন এসে বলে নিজের মেয়ে মনে করেই কিনেছেন তখন সেটা নিতেই হয়। এছাড়াও প্রচুর ছবি, ফটোফ্রেম, ফুল, চকোলেট আরো অনেক কিছু উপহার পেয়েছেন সৌমিতৃষা। সবকিছু বাক্সবন্দি করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর