ওয়াকফ ইস্যুতে হিংসার জেরে থমথমে মুর্শিদাবাদ! এরই মধ্যে বড় ‘বৈঠক’ গভীর রাতে…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পারদ চড়ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে এ রাজ্যের মুর্শিদাবাদ (Murshidabad) এখনো উত্তপ্ত হয়ে উঠছে দফায় দফায়। শনিবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে মুর্শিদাবাদের অশান্তি পূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত, যারা এলাকায় শান্তি ফেরাতে সাহায্য করবে পুলিশকে।

মুর্শিদাবাদ (Murshidabad) ইস্যুতে বৈঠক বিএসএফ কর্তা ও রাজ্য পুলিশের ডিজির

আদালতের নির্দেশের পরেই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি কর্ণি সিং শেখাওয়াত পৌঁছান ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বিএসএফ আধিকারিক কর্ণি সিং শেখাওয়াত বলেন, এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে মিশে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশকে সাহায্যের জন্য ৫ কোম্পানি পাঠানো হয়েছে।

Special meeting held on Saturday on murshidabad issue

কী জানান বিএসএফ কর্তা: আইজি কর্ণি সিং বলেন, মুর্শিদাবাদে (Murshidabad) তারা পুলিশকে সাহায্য করার জন্য গিয়েছেন। স্বাধীন ভাবে এলাকায় পদক্ষেপ করতে পারেন না তাঁরা। রাজ্য পুলিশের দাবি অনুযায়ীই কাজ করবেন তাঁরা। তিনি আরো বলেন, এর আগে রাজ্য পুলিশকে সাহায্যের জন্য ৫ কোম্পানি জওয়ান পাঠানো হয়েছে। রাজ্যের প্রয়োজন বুঝে দরকারে আরো কোম্পানি পাঠানো হবে।

আরো পড়ুন : ভ্যাপসা গরমকে বলুন টাটা, চারদিন ধরে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ এই জেলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

কেন্দ্রের তরফে সাহায্যের বার্তা: শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। মুর্শিদাবাদ (Murshidabad) তথা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। মুর্শিদাবাদের (Murshidabad) বর্তমান পরিস্থিতির বিষয়ে চিন্তা প্রকাশ করেন স্বরাষ্ট্র সচিব।

আরো পড়ুন : মুর্শিদাবাদের ঘটনায় চিন্তিত দিল্লি! রাজ্যের মুখ্য সচিব-ডিজিপির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক স্বরাষ্ট্র সচিবের

এলাকায় শান্তি ফেরাতে বিএসএফ এর সহায়তাও নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতারও করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, মুর্শিদাবাদে (Murshidabad) ৩০০ বিএসএফ জওয়ান মোতায়েন থাকার পাশাপাশি রাজ্যের অনুরোধে আরো পাঁচ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। কেন্দ্র এই পরিস্থিতির উপরে নজর রাখছে এবং প্রয়োজনে রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X