২০১৯ সালে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ কে হারিয়ে ফেলেছি আমরা। বছরের অন্তিম লগ্ন উপস্থিত। স্মরণ করে নেওয়া যাক সেরকমই কিছু ব্যক্তিত্বকে….
১) সুষমা স্বরাজ – ৬ই আগস্ট প্রাক্তন বিদেশমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন।
২) অরুণ জেটলি – ২৪ শে আগস্ট প্রাক্তন অর্থমন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে দু সপ্তাহ ধরে ভর্তি থাকার পর মারা যান। তিনি আমৃত্যু বিজেপি দলের সাথে যুক্ত ছিলেন।
৩) রাম জেঠমালানি – বিশিষ্ট আইজীবী ৮ই সেপ্টেম্বর মারা যান। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ৬ বার রাজ্যসভার সদস্য ছিলেন।
৪) ড: মনোহর পরিক্কর – ১৭ ই মার্চ মৃত্যু হয়। তিনি ১৪ই মার্চ ২০১৭ থেকে আমৃত্যু গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন।
৫) শীলা দীক্ষিত – ২০ই জুলাই তে মারা যান। তিনি ৩ বার দিল্লির মুখ্যমন্ত্রী হন।
৬) নবনীতা দেবসেন- বিখ্যাত সাহিত্যিক ৭ই নভেম্বর মারা যান। তিনি সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রাক্তন স্ত্রী।