বাংলা হান্ট ডেস্কঃ সেই কতদিন হয়ে গেল কেষ্ট নেই বীরভূমে। ২০২২ থেকে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেল বন্দি রয়েছেন প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে দিল্লির তিহাড়ে রয়েছেন অনুব্রত ওরফে কেষ্ট। এই মাসেই গরু পাচার মামলায় ফের শুরু হতে চলেছে বিচার পর্ব। কেষ্ট ছাড়া কেমন যেন অভিভাবকহীন হয়ে পড়েছে বোলপুর তথা গোটা বীরভূম, এমনটাই মত তার ‘শুভাকাঙ্খী’দের। এই পরিস্থিতিতে এবার কেষ্ট ‘দাদা’র মঙ্গল কামনা করে বিশেষ হোমযজ্ঞের (Yajna) আয়োজন। সূত্রের খবর এই যজ্ঞের আয়োজন করছে জেলা তৃণমূল যুব কংগ্রেস (Trinamool Congress)।
শনিবার ১০ ফেব্রুয়ারী বোলপুর রেলওয়ে ময়দানে বোলপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির চত্বরে শনিবার এই যজ্ঞ হবে। দুর্গামন্দিরের সামনে অনুব্রতর নামে বড় পোস্টার। তাতে লেখা রয়েছে, অনুব্রত মণ্ডল ‘বোলপুর তথা বীরভূমের রূপকার’। চলছে এলাহী আয়োজন। ‘অনুব্রত মণ্ডল মহাশয়ের শুভাকাঙ্খীগণ’ এর আয়োজিত এই মহাযজ্ঞে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ জন পুরোহিত আসছেন বলে জানা গিয়েছে। কেষ্ট না থাকলেও রয়েছে তার ছবি।
এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং বলেন, “৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে যজ্ঞ। যজ্ঞ শেষ হলে ভোগ বিতরণ শুরু হয়ে যাবে।” প্রায় ১০ হাজার লোকের জন্য আয়োজন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “বোলপুর তথা বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল। আমরা ভালবেসে ওনাকে কেষ্টদা ডাকি। ওনাকে মিথ্যা মামলায় ওনাকে এজেন্সি তিহাড়ে আটকে রেখেছে। আমরা অভিভাবনহীন হয়ে পড়েছি। আমরা চাই উনি এখানে খুব শীঘ্রই ফিরে আসুন। ওনার মঙ্গল কামনায় আমরা মা দুর্গার কাছে যজ্ঞ করছি।”
আরও পড়ুন: কেন আপনি বিচারপতি সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে চাইছেন? অভিষেককে প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন, শীঘ্রই ছাড়া পাচ্ছেন অনুব্রত। গত ২৩ জানুয়ারি বীরভূম জেলা নেতাদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কেষ্টর পাশে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, কেষ্টকে স-সম্মানে পদে বহাল রাখতে হবে। একদিকে যখন মুহূর্তে মুহূর্তে জেলবন্দি কেষ্টর গুরুত্ব বোঝাচ্ছে দল, সেই আবহেই এবার অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের আয়োজন। আবার ফেব্রুয়ারী থেকেই শুরু হচ্ছে গরু পাচার মামলায় বিচার পর্ব। এসবের মধ্যেই জল্পনা শুরু হয়েছে তাহলে কী এবার সত্যিই ছাড়া পাচ্ছেন অনুব্রত!