ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুললে লাভ হবে কয়েক গুণ

বাংলাহান্ট ডেস্ক : ২০২৩-২৪ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের জন্য বিশেষ একটি সঞ্চয় স্কিমের ঘোষণা করেন। ক্রমেই মহিলাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট (MSSC) নামের স্কিমটি। সম্প্রতি পোস্ট অফিসে (Post Office) গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অ্যাকাউন্ট খুলেছেন এই সেভিংস স্কিমে।

বিশেষ করে মহিলাদের জন্য সরকারের তরফ থেকে এই স্কিমটি শুরু করা হয়েছে। বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে এই স্কিমে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সংসদ মার্গের পোস্ট অফিসে আসেন গত ২৬ এপ্রিল। সেখানে অন্যান্যদের সাথে লাইনে দাঁড়িয়ে তিনি অ্যাকাউন্ট খোলেন। আজাদি কা অমৃত মহোৎসব প্রচারাভিযানের অধীনে অর্থমন্ত্রী এই স্কিমটি শুরু করেন।

আরোও পড়ুন : TRP ঠেকেছে এক্কেবারে তলানিতে! এই দুই জনপ্রিয় সিরিয়াল নিয়ে এবার নয়া সিদ্ধান্ত স্টার জলসার

স্মৃতি ইরানি এক্স হ্যান্ডলে লিখেছেন,  “আমি সমস্ত মহিলা এবং যুবতীদের MSSC স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে এবং এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুবিধা নিতে আবেদন করছি।” মাত্র ১০০০ টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ করা যায়। এই স্কিমটির মেয়াদকাল দু’বছর। তবে তার আগেও প্রিম্যাচিউর উইথড্রল সুবিধা থাকবে।

IMG 20240430 185444

বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, এই প্রকল্পটি শুরু হচ্ছে দু’বছরের জন্য। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। যেকোনো বয়সের মহিলারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কিমে। দেশের ১.৫৯ লক্ষ পোস্ট অফিসের মধ্যে থেকে যেকোনো পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর