কনফার্ম খবর! যাত্রীদের সুবিধার্থে এবার নয়া ঘোষণা রেলের, এই জনপ্রিয় রুটে ছুটবে স্পেশাল; টাইম দেখুন

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব রেলের তরফে চলছে হাওড়া স্টেশনের নিকটে অবস্থিত বেনারস সেতু সংস্কারের কাজ। সেতু সংস্কারের কাজ চলায় বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। ট্রেন বাতিলের (Train Cancellation) জেরে নিত্যযাত্রীদের প্রতিদিনই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রেল যাত্রীরা অভিযোগ করছেন, একটানা ৪২ দিন বাতিল লোকাল ট্রেন।

স্পেশাল ট্রেন (Special Train) নিয়ে রেলের আপডেট 

যাত্রীদের কথা চিন্তা করছে না রেল। এই আবহে যাত্রীদের কথা চিন্তা করে পূর্ব রেল নিল নতুন উদ্যোগ। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে চার জোড়া স্পেশাল ট্রেন (Special Train) চালানো হবে হাওড়া-ব্যান্ডেল শাখায়। বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে বেনারস সেতু সংস্কারের কাজ চলছে।

Local train

সেই কারণে পাওয়ার ব্লক করা হচ্ছে ২১ ডিসেম্বর থেকে। যার জেরে রেল পরিষেবার ব্যাঘাত ঘটছে। আপ মেইন লাইনে রেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় ২ মাস। একাধিক লোকাল ট্রেন বাতিল করায় সমস্যা দেখা দিচ্ছে যাত্রীদের মধ্যে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪ জোড়া স্পেশাল ট্রেন (Special Train) চালানোর। এই স্পেশাল ট্রেন চলাচল করবে ২৮ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।

আরোও পড়ুন : মনমোহনের মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তানের এই গ্রাম! বিশেষ প্রার্থনা মসজিদেও, চোখে জল বাসিন্দাদের

পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, বিকেল ৫টা ৪৭ মিনিট, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৮টায় হাওড়া থেকে ছাড়বে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন। ব্যান্ডেল থেকে হাওড়ার স্পেশাল ট্রেন ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, ৮টা ২৮ মিনিট এবং ৮টা ৫২ মিনিটে। এগুলি ছাড়া পূর্ব ঘোষিত সূচি মেনেই চলাচল করবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন।

Special Train

পূর্বেই রেল জানিয়েছিল, সেতুর কাজের জন্য ১৫ টি লোকাল বাতিল থাকতে চলেছে হাওড়া-ব্যান্ডেল শাখায়। আপ-ডাউন মিলিয়ে বাতিলের তালিকায় রয়েছে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল, এক জোড়া শ্রীরামপুর লোকাল। তবে ৪ জোড়া স্পেশাল ট্রেন চালানো হলে কিছুটা হলেও যাত্রী দুর্ভোগ কমবে বলেই আশা করছে পূর্ব রেল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর