বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এই মুহূর্তে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। সংক্রমণ কিছুটা কমলেও এখনই রেল চলাচলের অনুমতি দেয়নি রাজ্য। উত্তর ২৪ পরগনা সহ বেশকিছু জেলায় করোনার প্রভাব এখনও মারাত্মক। সেই সূত্র ধরেই, এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু করে ঝুঁকি বাড়াতে রাজি নয় রাজ্য সরকার। পরামর্শ মেনে নিয়েছে পূর্ব রেলও। তবে ইতিমধ্যেই জরুরী পরিষেবা বজায় রাখতে বেশ কিছু স্পেশাল ট্রেনকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। পূর্ব রেল আধিকারিকরা আগেই জানিয়েছেন এখন থেকে এই ট্রেনে চড়ার সুবিধা পাবেন ব্যাংক আধিকারিকরাও। ছাড় দেওয়া হয়েছে বেশকিছু দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও। যদিও রেল মন্ত্রকের পরিষ্কার নির্দেশ, যাত্রীদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক।
মধ্যে প্রায় ৫০ টি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। যার মধ্যে বেশকিছু ট্রেন রয়েছে আমাদের রাজ্যেও। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ২৫ জুন থেকে গোরখপুর থেকে বান্দ্রা টার্মিনাস অব্দি ট্রেনও আবার চালু করা হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক ২১ জুন থেকে চলবে কোন কোন ট্রেনঃ
ট্রেন নম্বর ০২০১১ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০১২ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০১৭ দেরাদূন-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০১৮ নয়াদিল্লি-দেরাদূন শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০০৫ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
২২ জুন থেকে চালু হবে কোন কোন ট্রেনঃ
ট্রেন নম্বর ০২০০৬ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০৪৬ চণ্ডীগড়-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস (বুধবার ছাড়া প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০৪৫ নয়াদিল্লি-চণ্ডীগড় শতাব্দী এক্সপ্রেস (বুধবার ছাড়া প্রতিদিন)।
১ জুলাই থেকে চালু হবে কোন কোন ট্রেনঃ
ট্র্রেন নম্বর ০২০১৪ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০১৩ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)।
২ ও ৩ জুলাই থেকে চালু হবে কোন কোন ট্রেনঃ
২ জুলাইঃ
ট্রেন নম্বর ০২০২৯ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস (বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২০৩০ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস (বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন)।
ট্রেন নম্বর ০২২৬৫ দিল্লি সরাই রোহিল্লা-জম্মু তাওয়াই দুরন্ত এক্সপ্রেস (মঙ্গলবার, শুক্রবার, রবিবার)।
৩ জুলাইঃ
ট্রেন নম্বর ০২২৬৬ জম্মু তাওয়াই-দিল্লি সরাই রোহিল্লা দুরন্ত এক্সপ্রেস (বুধবার, শনিবার, সোমবার)।
বাংলায় চলবে কোন কোন ট্রেনঃ
ট্রেন নম্বর ০২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২০২০ রাঁচি-হাওড়া শতাব্দী বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২৩৪৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২৩৪৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩১৬১ কলকাতা-বালুরঘাট বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩১৬২ বালুরঘাট-কলকাতা বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২২৬১ কলকাতা-হলদিবাড়ি বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০২২৬২ হলদিবাড়ি-কলকাতা বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩০৩৩ হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন।
ট্রেন নম্বর ০৩০৩৪ কাটিহার-হাওড়া বিশেষ ট্রেন।
এছাড়া উৎসবের কথা মাথায় রেখেও বেশকিছু ট্রেনকে ছাড় দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, পাটনা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, মুজাফফরপুর-আমেদাবাদ, ম্যাঙ্গালোর সেন্ট্রাল- লোকমান্য তিলক টার্মিনাস প্রভৃতি ট্রেন গুলি। এছাড়া বাংলার ক্ষেত্রে দার্জিলিং মেল, কলকাতা শিলঘাট, মালদহ ইন্টারসিটি, কোল ফিল্ড এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস,শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া আসানসোল ইন্টারসিটি, তিস্তা তোর্সা এক্সপ্রেস, আসানসোল টাটা ট্রেন , কবিগুরু এক্সপ্রেস সহ আরো বেশ কিছু ট্রেন পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে।
তবে মনে রাখতে হবে যাত্রীদের বেশ কিছু নিয়ম পালন করতে হবেঃ
★নিজস্ব সাবান এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
★মাস্ক না পড়লে ফাইনের সম্মুখীন হতে হতে পারে।
★যত্রতত্র থুতু ফেললে ফাইনের সম্মুখীন হতে হতে পারে।
★ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে ট্রেনে ওঠা যাবে না।