উচ্চ মাধ্যমিকের জন্য বিশেষ পরিষেবা রেলের! এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বিভিন্ন স্টেশনে

বাংলাহান্ট ডেস্ক : এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) শুরু হতে চলেছে আগামী ১৪ই মার্চ থেকে। ২৭শে মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। বিশাল সংখ্যক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই কয়েকদিন যাতায়াত করবেন ট্রেনে করে। পূর্ব রেল সেই কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে। পরীক্ষার দিনগুলোতে নির্ধারিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে বলে জানিয়েছে রেল।

পূর্ব রেলের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলোতে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের কিছু প্যাসেঞ্জার/EMU ট্রেনের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়া হবে। কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন যেগুলি শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলবে সেগুলোকে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।

এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন গুলি থামবে শিয়ালদহ-রানাঘাট সেকশনের পলতা, জগদ্দল, কাঁকিনারা এবং পায়রাডাঙা স্টেশনে এবং বারাসাত-বনগাঁ সেকশনের সানহাটি হল্ট স্টেশনে। হাওড়া ডিভিশনের গণদেবতা এক্সপ্রেস, আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস থামবে লোহাপুর স্টেশনে। বেলমুড়ি, জনাই রোড এবং ডানকুনি স্টেশনে বর্ধমান–হাওড়া গ্যালোপিং লোকাল থামবে।

emu train

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত রেলপথের মাধ্যমেই সংযুক্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় মতো তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে এই বিশেষ পরিকল্পনা করেছে রেল। তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতেও একই সিদ্ধান্তের পথে হেঁটেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর