হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারারাত বিশেষ ট্রেন, রইল সময়সূচী

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো ও কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও বিশেষ উদ্যোগ নিল রেল (Indian Railways) কর্তৃপক্ষ। সারা বাংলা থেকে অসংখ্য মানুষ জগদ্ধাত্রী পুজোয় ভিড় করেন চন্দননগর ও কৃষ্ণনগরে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা খুবই বিখ্যাত।

রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর ও কৃষ্ণনগরে এসে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। তাদের সুবিধার কথা ভেবে এবার বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারারাত বিশেষ ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপ হাওড়া মেন লাইনে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন ছাড়বে রাত ১ টা বেজে ১৫ মিনিটে। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে রাত ২ টা ২০ মিনিটে। ভোর ৩ টা ৫০ মিনিটে পৌঁছাবে বর্ধমান এ। পাশাপাশি, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর স্পেশাল ডাউন ট্রেন বর্ধমান থেকে ছাড়বে রাত ১০ টা ৩০ মিনিটে। ১১ টা ৫৩ মিনিটে ব্যান্ডেল ঢুকবে। রাত ১ টায় পৌঁছাবে হাওড়া স্টেশনে।

jpg 20221028 183432 0000 1

হাওড়া – ব্যান্ডেল শাখায় ৩১ অক্টোবর থেকে বিশেষ ট্রেন আপ লাইনে হাওড়া থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিট, সন্ধে ৭ টা ৫৫ মিনিট, রাত্রি ৮টা ৩৫ মিনিট, রাত ১১টা ৩০ মিনিট ও রাত সাড়ে ১২টায়। পাশাপাশি ব্যান্ডেল থেকে ডাউন ট্রেন গুলি ছাড়বে ৬টা ৩৫ মিনিট, রাত্রি ৯টা ২০ মিনিট, রাত্রি ৯টা ৫৫ মিনিট, রাত ১ টা এবং রাত ২টোয়। অন্যদিকে, ৪ নভেম্বর জগদ্ধাত্রী পুজার বিসর্জনের দিন রাত ২ টা বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেল এর উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে বিশেষ ডাউন ট্রেনটি ভোর ৪ টার সময় ছাড়বে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর