বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক গ্রেম স্মিথ সম্প্রতি বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করেছেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল প্রথম টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে। এইতো এরপরে স্কাই স্পোর্টস এ টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সংক্রান্ত একটা অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখছিলেন স্মিথ। তিনি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি মনে করেছেন হয়তো ভবিষ্যতে পাঁচটি বা ছয়টি দেশই শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবে।
গ্রেম স্মিথ মনে করেন যে শুধুমাত্র বড় ক্রিকেট খেলি এদেশ করেই টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ যোগদান রাখতে পারছে। এই প্রসঙ্গে তিনি তুলে এনেছেন বিরাট কোহলির কথা। তিনি বলেছেন বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত প্রথম টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে শুরু করে। ও পথ দেখিয়েছিল যে টেস্ট ক্রিকেটে কিভাবে দাপট দেখানো যায় দেশে এবং বিদেশের মাঠে। কিন্তু সেটাই শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে যথেষ্ট নয়। কারণ আপনি ১২, ১৩ বা ১৪ টা দেশ পাবেন না যারা এই রকম পর্যায়ে ক্রিকেট খেলতে পারে। খুব বেশি হলে পাঁচটি বা ৬ টি দেশ উচ্চপর্যায়ের টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষমতা রাখে।
২০১৪ সালে ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলির হাতে অধিনায়কত্ব আসে। ২০২২ সালের শুরু অবধি তিনি ভারতকে মোট ৬৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘতম ফরমেটে তিনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এবং তার অধিনায়কত্বে ভারতের জয়ের হার ৫৮.৮২ শতাংশ। এমন রেকর্ড মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাস্কার কারোরই নেই।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গিয়েও ২-১ ফলে ভারতকে হারের মুখ দেখতে হয়েছিল। সেই সিরিজের শেষ এই কোহলি টেস্ট অধিনায়ক হিসেবে নিজের এ যাত্রায় ইতি টানেন। তিনি জানান যে শুধুমাত্র একজন বেটার হিসেবে তিনি ভারতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। যদিও বাস্তবে তেমনটা হয়নি কারণ বিরাট কোহলির সাম্প্রতিক ইংল্যান্ড সফরে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।