বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হচ্ছে। ম্যাচের দ্বিতীয় দিনেই ভারতীয় দল জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের দুরন্ত ফর্ম অব্যাহত রয়েছে। এই টেস্টে সবকিছুই ভারতের ঠিক গিয়েছে। কিন্তু ম্যাচের প্রথম দিনেই মাঠে এমন ঘটনা ঘটল যা মাঠের সবাইকে কষ্ট দিয়েছে। মাঠে এই দুর্ঘটনা দেখে কিছুক্ষণ পুরো নীরবতা নেমে আসে।
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল বোর্ডে ২৫২ রান তুলে অল-আউট হয়েছিল। এই ইনিংসে, রোহিত মাত্র ১৫ রান করেন এবং ইনিংসে একটি চার এবং একটি ছক্কা মেরেছিলেন। অধিনায়ক রোহিত শর্মার মারা এই ছক্কাটা খুবই বিধ্বংসী প্রমাণিত হয়। রোহিতের ছক্কায় গ্যালারিতে উপস্থিত এক দর্শকের নাকের হাড় ভেঙে গিয়েছিল। ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে বিশ্ব ফার্নান্দোর বলে এই ছক্কাটি মারেন রোহিত।
Ind vs sl#RohitSharma #ViratKohli pic.twitter.com/csRVZsN990
— rohit.g.m (@rohitgm01) March 12, 2022
জানা গেছে স্টেডিয়ামে উপস্থিত ২২ বছর বয়সী ওই দর্শকের নাম গৌরব বিকাশ। বলটি আঘাত করার পরে গৌরবকে প্রথমে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেডিকেল রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুশ্রূষা করা হয়েছিল এবং তারপরে তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার নাকে সেলাই করা হয়েছে। কিন্তু চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেওয়া হয়। এ বিষয়ে গৌরবের ভাই রাজেশ জানান “ডাক্তার কয়েকদিন পর সেলাই খুলতে বলেছেন।” প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও রোহিত শর্মা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
১২ই মার্চ থেকে ব্যাঙ্গালুরুর মাঠে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে জয় পেলে ভারতীয় দল ইতিহাস গড়বে। ঘরের মাঠে টানা ১৫তম টেস্ট সিরিজ জিতবে ভারতীয় দল। ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের নিরিখে ভারতীয় দলের ধারে কাছেও কেউ নেই। ইংল্যান্ডের বিপক্ষে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত, আজ থেকে ১১ বছর আগে। তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।