তৃণমূলে যাচ্ছেন চন্দনা বাউরি? বিজেপির জনপ্রিয় বিধায়ককে নিয়ে জল্পনা তুঙ্গে

একুশের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই বিজেপি যেন তাসের ঘর হয়ে পড়েছে। প্রায় দিনই কোনও না কোনও নেতা দল ছেড়ে তৃণমূলে গিয়ে নাম লেখাচ্ছেন। আর এখন অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে, বিধায়করাও বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন।

সর্বপ্রথম কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন। তখনই আঁচ করা গিয়েছিল যে, বিজেপিতে ভাঙন শুধু সময়ের অপেক্ষা। আর এরপরই একের পর এক নেতা তৃণমূলে নাম লেখান। এছাড়াও বিজেপির বিধায়ক তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস এবং সৌমেন রায় তৃণমূলে নাম লিখিয়েছেন।

পাশাপাশি বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। জল্পনা উঠেছে যে, তিনিও তৃণমূলে যোগ দিতে পারেন। তবে এরমধ্যে সবথেকে বড় জল্পনা সৃষ্টি হয়েছে বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরিকে নিয়ে। সূত্র মারফত জানা গিয়েছে যে, তৃণমূলের সঙ্গে নাকি ওনার কথা হয়েছে। এই খবর সামনে আসার পরেই বিজেপিতে আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই বিজেপির এই বিধায়ক শিরোনামে রয়েছেন। আর ওনার শিরোনামে থাকার মূল কারণ হল ওনার দ্বিতীয় বিবাহ। দলেরই কর্মী তথা নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে ওনার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। যদিও, চন্দনা সেই সময় দাবি করেছিলেন যে, বিরোধী দলের নেতা ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু খোদ চন্দনার দ্বিতীয় স্বামী কৃষ্ণ কুণ্ডুর মুখে অন্য বয়ান শোনা গিয়েছিল। তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ওনারা কোনও ভুল করেন নি।

উল্লেখ্য, দ্বিতীয় বিয়ে আর থানায় কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রীর দায়ের করা অভিযোগের পর চন্দনা বাউরি অনেকটাই ব্যাকফুটে চলে আসেন। এরপর উনি গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণও করতে যান। এখন প্রশ্ন উঠছে যে, উনি যদি সত্যিই তৃণমূলে নাম লেখান, তাহলে সেটার কারণ কী বিজেপিতে মোহভঙ্গ? না শাসক দলের চাপে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর