নতুন বছরেই মিলবে সুখবর! বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? ২০২৫ শুরু হতেই জোড়ালো হচ্ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময়ও জনপ্রিয় এক প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে লক্ষ্মীর ভান্ডার চালু করেন মমতা। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)।

লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) সুবিধা পেতে শুরু করেন।

উল্লেখ্য, গত বছরই এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আরও ৫০ হাজার বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা।

তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নাকি ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে! তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? যদি সত্যিই এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে। যদিও সরকার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। কোনো নতুন ঘোষণাও করা হয়নি। তাহলে কেন অনুদান বাড়ার জল্পনা শুরু হয়েছে?

West Bengal CM Mamata Banerjee big announcement about Lakshmir Bhandar from Sandeshkhali

আরও পড়ুন: মমতার জন্যেই চালু হয়েছিল এই লোকাল! আচমকাই বন্ধ হল ট্রেনটা, ক্ষেপে লাল সারা বাংলার মানুষ

আসলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে। তাই তার আগে জনদরদী এই প্রকল্পে অনুদানের টাকা বাড়বে বলে আশা করছেন অনেকে। এবার সত্যিই তেমনটা হয় কি না সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর