আর নয়! এবার KKR-এর সাথে দীর্ঘ সম্পর্ক ভাঙছে রাসেলের? কি সিদ্ধান্ত নিচ্ছে টিম?

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL (Indian Premier League) শুরু হতে এখনও অনেকটা সময় বাকি থাকলেও তার আগেই বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় মেগা টুর্নামেন্ট। আর তার কারণ হল, আগামী মরশুমের IPL-এর জন্য চলতি বছরেই শুরু হবে মেগা নিলাম। তবে, বোর্ডের তরফে এখনও IPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলিকে ঠিক কতজন ক্রিকেটার ধরে রাখা যাবে তা নির্দিষ্টভাবে জানানো না হলেও পূর্বের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে।

IPL (Indian Premier League)-এ টিমগুলিতে ঘটবে রদবদল:

আর এই বিষয়টি মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিগুলি কোন কোন তারকা খেলোয়াড়কে দলে রাখবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর পাশাপাশি কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হবে তা নিয়েও চলছে আলোচনা। আর এই আবহেই KKR তারকা আন্দ্রে রাসেলকে ঘিরে চলছে তুমুল জল্পনা। শুধু তাই নয়, KKR এবারে তাঁর সাথে সম্পর্ক ভাঙতে চলছে কি না সেই প্রসঙ্গেও উঠছে প্রশ্ন।

   

Speculation started about Russell in the Indian Premier League.

পূর্বের নিয়ম অনুযায়ী এবারেও যদি যদি ৪ জন ক্রিকেটারকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে KKR-এর সেই চার জন কারা হবেন তা নিয়ে চলছে বিস্তর হিসেবে-নিকেশ। এই তালিকায় সবার প্রথমেই যাঁর নামটি উঠে আসছে তিনি হলেন রিঙ্কু সিং। পাশাপাশি, হর্ষিত রানাও KKR-এর ভবিষ্যতের পরিকল্পনায় থাকতে পারেন। এছাড়াও, বিদেশি খেলোয়াড়দের মধ্যে ওপেনার ফিল সল্টকেও দলে রাখতে চাইবে KKR।

আরও পড়ুন: মাস্কের সর্বনাশ! এক দিনেই হারালেন ১ লক্ষ কোটির সম্পদ, বড়সড় ঝটকা খেলেন আদানি-আম্বানি

চলতি বছরের IPL (Indian Premier League)-এ ওপেনার হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সল্ট। তবে, টুর্নামেন্টের শেষ দিকে তাঁকে দেশে ফিরে যেতে হলেও দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল তাঁর। আর এই বিষয়টি মাথায় রেখেই সল্টকে রিটেইন করতে পারে KKR। এদিকে, চতুর্থ খেলোয়াড় হিসেবে কলকাতা সুনীল নারিনকে দলে রাখার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখাতে পারে। আর এই পরিকল্পনা অনুযায়ী এগোলে KKR থেকে বাদ পড়তে পারেন আন্দ্রে রাসেল।

আরও পড়ুন: কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট নির্বাচনে কাকে সমর্থন করবে হিন্দু সংগঠন? মিলল বড় আপডেট

রাসেলকে ছেড়ে দেওয়ার কারণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১২ সাল থেকে KKR-এ রয়েছেন আন্দ্রে রাসেল। একা হাতে বহু ম্যাচ তিনি জিতিয়েছেন। তবে, বিগত কয়েক বছরে পারফরম্যান্সের ভিত্তিতে রাসেল খুব একটা ছাপ ফেলতে পারেননি। তবে, চলতি বছরের IPL (Indian Premier League)-এ ১৪ টি ম্যাচ খেলে তিনি করেন ২২২ রান করেছেন। এদিকে, ইতিমধ্যেই রাসেলের বয়স পৌঁছে গিয়েছে ৩৬-এ। সারা বছর ধরেই তিনি নিয়মিতভাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন। এমতাবস্থায়, রাসেল নিঃসন্দেহে একজন অভিজ্ঞ প্লেয়ার হলেও নিয়মের গেরোয় KKR তাঁকে রিলিজ করে দেওয়ার পরিকল্পনাও করতে পারে। আর এই কারণেই মেগা নিলামে KKR কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর