‘চোর’, ‘তোলাবাজ’! হাওড়ায় তৃণমূল সভাপতির নামে কুরুচিকর পোস্টার ঘিরে চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের প্রকাশ্যে শাসক দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার, ব্যানার! পোস্টারের নিচে লেখা ‘তৃণমূল কর্মীবৃন্দ’। তবে কী তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দল নাকি বিরোধীদের পোস্টার রাজনীতি? এই প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur)। মঙ্গলবার হাওড়া জেলা তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষকে ‘চোর’ ও ‘তোলাবাজ’ বলে উল্লেখ করে তারই নির্বাচনী কেন্দ্র ডোমজুড়ের বিভিন্ন জায়াগায় চোখে পরে কুরুচিকর পোস্টার, ফেস্টুন। অন্যদিকে সেগুলোর নিচে ‘তৃণমূল কর্মীবৃন্দ’ লেখা। ফলে স্বাভাবিকভাবেই ধন্দ শুরু হয়েছে রাজনীতির অন্দরে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে এসব কাজ করেছে বিজেপি (BJP)। যদিও গেরুয়া বাহিনী এই অভিযোগ মানতে এক্কেবারেই নারাজ।

পোস্টার প্রসঙ্গে কী জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব? এ বিষয়ে মুখে খোলেননি তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ।
এই বিষয়ে তৃণমূলের ডোমজুড় ব্লক সভাপতি তাপস মাইতি জানান, “এই পোস্টার বিজেপি লাগিয়েছে। একটা সময় তৃণমূলকে সামনে রেখে যারা সাম্রাজ্য বিস্তার করেছিল, এখন সেই সুযোগসুবিধা পাচ্ছে না বলে গাত্রদাহ হচ্ছে। তাই তৃণমূলের কর্মীদের বদনাম করার চেষ্টা হচ্ছে।’’ অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই পোস্টার ‘অপপ্রচারের’ দায় চাপিয়েছে
গেরুয়া শিবিরের ওপর। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বিস্ফোরক মন্তব্য করে বলেন, ‘‘তৃণমূলের কিছু কর্মী এক সময় বিজেপিতে চলে গিয়েছিল। তারাই দলকে বদনাম করতে বিজেপির নির্দেশে একাজ করেছে।’’

পোস্টার রাজনীতি বিষয়ে বিজেপির জেলা সভাপতি মণিমোহন ভট্টাচার্য জানান , ‘‘বিজেপি কোন ব্যাক্তির বিরুদ্ধে কুৎসায় বিশ্বাসী নয়। বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই করে। তৃণমূলের কোন ব্যক্তিকেচোর বলার অর্থ নেই। কারণ গোটা দলটাই চোর।’’

poster against tmc

বুধবার সকালে এই পোস্টার ও ফেস্টুনগুলি প্রকাশ্যে আসার পরই ছিঁড়ে ফেলা হয়। এ বিষয়ে তৃণমূল তরফে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রসঙ্গত, এই প্রথম নয়! এর আগেও বিধানসভা ভোট পূর্বে ডোমজুড়ে এই ধরনের পোস্টার-ফেস্টুন প্রকাশ্যে আসে তৎকালীন বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর