বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইসিসি বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন ফের একবার ভঙ্গ হয়েছে উইলিয়ামসনের কাল ঘোড়াদের। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ফের একবার তাদের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। যদিও টসে হেরে যাবার পরেও প্রথমে ব্যাট করে ভালো লড়াই দিয়েছিল নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসনের 85 রানে দুরন্ত ইনিংসের দৌলতে 172 রানের লড়াকু স্কোর কারা করেছিল তারা।
কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার (53) এবং মিচেল মার্শের (77) জোড়া অর্ধশত রানের দৌলতে সহজেই 8 উইকেটে এই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। কার্যত ব্যক্তিগত পারফরম্যান্সের থেকেও দলগত পারফরম্যান্স যে কত বড় রবিবার মরু দেশে তা ফের একবার প্রমাণ হয়ে গিয়েছে। তবে এই হারের পরেও একই রকম শান্ত ক্যাপ্টেন উয়িলিয়ামসন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “অস্ট্রেলিয়া সুন্দর ভাবে রান তাড়া করেছে। তারা একটি দুর্দান্ত দল এবং তারা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি স্মরণীয় পারফরম্যান্স দিয়েছে।”
তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি মনে করেন রান যথেষ্ট ছিল? তিনি জানান, “সঠিকভাবে বলতে পারব না, কারণ আমরা তেমনটাই ভেবেছিলাম। আমরা পিছিয়ে ছিলাম না কিন্তু অস্ট্রেলিয়া আমাদের কোনো সুযোগ দেয়নি। তা সত্ত্বেও দলের পারফরম্যান্সে আমি গর্বিত।” এর আগে পাঁচবার ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এই প্রথমবার টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। দলের পারফরম্যান্সে তাই ভীষণ রকম খুশি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি পরিষ্কার জানান দল যে কৃতিত্ব অর্জন করেছে তার জন্য গর্বিত তিনি।
একইসঙ্গে তিনি বলেন, “প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরে গর্বিত। পুরো টুর্নামেন্টে দল দুর্দান্ত পারফর্ম করেছে। লোকেরা আমাদের ব্যাগ বিছানা বেঁধে রেখেছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি এবং দুর্দান্ত প্রত্যাবর্তন করেছি। আমার দৃষ্টিতে, অ্যাডাম জাম্পা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন। দুর্দান্ত বোলিং করে বড় বড় উইকেট নেন তিনি। প্রথম বল থেকেই চাপ তৈরি করেন মিচেল মার্শ। ম্যাথিউ ওয়েড সেমিফাইনালে মার্কাস স্টয়নিসের সাথে অনবদ্য জুটি বেঁধেছিলেন।”