বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের এই দীর্ঘ সময় ঘরবন্দী অবস্থায় থেকে অনেকে অনেক ভাবে কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তবে করোনা ভাইরাস এর কারনে এই ঘরবন্দি সময়টা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। এই সময়টায় নিজের ফিটনেস লেভেল এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।
মিচেল স্টার্ক নিজেই জানিয়েছেন এবার এক অন্য মিচেল স্টার্ককে দেখতে পাবে ক্রিকেট বিশ্ব। ঘন্টায় 160 কিলোমিটার বেগে অনবরত বল করতে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। এমনকি মিচেল স্টার্ক বিশ্বের দ্রুততম বোলার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান বলে জানা গিয়েছে।
লকডাউনের এই সময়টা বেশিরভাগই জিমে কাটিয়েছেন মিচেল স্টার্ক। স্টার্ক জানিয়েছেন লকডাউন এর সময় আমি অনেকটা সময় ধরে নেটে কাটিয়েছি। জিমের পাশাপাশি আমি রানিং, বোলিং করে নিজেকে ফিট করেছি। এখন আমি আগে তুলনায় অনেক বেশি ফিট, এখন আমার লক্ষ্য ঘন্টায় 160 কিলোমিটার এর চেয়ে বেশি জোরে বোলিং করা। এখনো পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে শোয়েব আক্তারের করা 161.3 কিমি/ঘন্টা করা বলটি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল। এবার সেই রেকর্ড ভাঙতে চান মিচেল স্টার্ক।