এবার থেকে মাত্র ৫০ টাকা খরচ করলেই দেখা যাবে ইডেনে অনুষ্ঠিত ভারতের টেষ্ট ম্যাচ।

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল সিএবি! এবার মাত্র 50 টাকা খরচ করলেই ইডেন গার্ডেনে দেখা যাবে বিরাট কোহলি সহ পুরো ভারতীয় ক্রিকেট দল কে। সিএবি এর তরফে কলকাতায় ভারত – বাংলাদেশ টেষ্টের জন্য টিকিটের মূল্য ঘোষণা করল। সেখানে ভারত বনাম বাংলাদেশ টেষ্টের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে 50 টাকা। আগে দৈনিক টিকিটের মূল্য 100 টাকা ছিল এখন সেই টিকিটের মূল্যই কমিয়ে অর্ধেক করা হয়েছে অর্থাৎ 50 টাকা করে দেওয়া হয়েছে।

এই মুহূর্তে সিএবির তরফে সিজিন টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে জিএসটি চালু করার পর থেকে। সেই সাথে সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন দর্শকদের সুবিধার কথা ভেবে তারা যাতে আরও বেশি পরিমাণে খেলা দেখতে আসতে পারেন তাই সব ধরনের টিকিটের মূল্যই কমিয়ে দেওয়া হয়েছে।

v3l93k4c india test win

এই মুহূর্তে ইডেনে গার্ডেনে খেলা দেখতে এলে আগে যেখানে 150 টাকা খরচ করতে হত সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে 100 টাকা, সেই সাথে 200 টাকা টিকিটের মূল্য কমিয়ে করে দেওয়া হয়েছে 150 টাকা। সিএবি সচিব আসাবাদী এরফলে আরও বেশি পরিমাণে দর্শক খেলা দেখতে আসতে পারবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর