প্রতিমাসে এত টাকা বেতন পান SPG কমান্ডোরা, উত্তীর্ণ হতে হয় সবথেকে কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে

বাংলা হান্ট ডেস্ক: ভারতে প্রধানমন্ত্রীর উপরেই কার্যত পুরো দেশের দায়িত্ব সমর্পিত থাকে। যে কারণে প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময়ে একাধিক রাজ্যে সফর করতে হয়। ওই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে স্পেশাল প্রোটেক্টিং গ্রুপের (SPG) কমান্ডোদের ওপর। যাঁদের SPG কমান্ডো (SPG Commando) নামেও অভিহিত করা হয়।

এই কমান্ডোরা কার্যত ছায়ার মতো প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, যাতে তাঁর নিরাপত্তাজনিত সহ অন্য কোনো ধরণের অসুবিধে না হয়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এই SPG কমান্ডোরা কত টাকা বেতন পান বা তাঁদের ঠিক কতটা কঠিন প্রশিক্ষণ নিতে হয়? বর্তমান প্রতিবেদনে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

SPG-র জন্য আলাদা করে কোনো নিয়োগ হয়না:
আমাদের দেশে সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর জন্য নিয়োগ করা হয়। যেগুলিতে সারা দেশ থেকে প্রার্থীরা অংশ নিতে পারেন এবং বিভিন্ন ধাপ অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত হতে পারেন। কিন্তু SPG কমান্ডো হওয়ার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। কারণ IPS, CRPF, BSF এবং CISR-এর সেরা সদস্যদের এই পদের জন্য নির্বাচিত করা হয়।

পাশাপাশি, এই পদের জন্য সেই জওয়ানদের নির্বাচন করা হয়, যাঁরা তাঁদের কাজের প্রতি খুব সক্রিয় এবং সৎ থাকেন। যদিও কোনো SPG কমান্ডোকে বছরের পর বছর প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্ব দেওয়া হয় না। কারণ, প্রতি বছর SPG কমান্ডোদের পরিবর্তন করা হয়।

অর্থাৎ, SPG কমান্ডোদের মেয়াদ শুধুমাত্র ১ বছরের জন্য হয়। তারপরে আবার তাঁদেরকে মূল পোস্টিংয়ে ফেরত পাঠানো হয়। এমতাবস্থায়, পুরোনো SPG কমান্ডোদের পরিবর্তে, নতুন কমান্ডোরা প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্ব পালন করেন। তাঁরাও ১ বছরের জন্যই এই কাজ করতে পারেন।

SPG কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়:
SPG কমান্ডোদের কাজটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কাজের জন্য নির্বাচিত সদস্যদের কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। যদিও SPG-র জন্য নির্বাচিত জওয়ানরা আগে থেকেই ভারতীয় সেনাবাহিনীর অংশ হিসেবে প্রশিক্ষণ নেন। তবুও প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়।

এই প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইউএস সিক্রেট এজেন্টদের। যেখানে সৈন্যদের শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক অস্ত্র চালানো শেখানো হয়। এছাড়াও কমান্ডোদের জানানো হয় যে, কিভাবে সর্বদা সক্রিয় থাকতে হয় এবং জরুরী পরিস্থিতিতে শত্রুর মোকাবিলা করতে হয়।

এই গোপন প্রশিক্ষণ শেষ করার পরে, জওয়ানদের ৩ মাসের জন্য বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। যেখানে তাঁদের সক্রিয়তা এবং সততা পরীক্ষা করা হয়। মূলত, প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে প্রতি সপ্তাহে তাঁদের পরীক্ষা নেওয়া হয়। এমতাবস্থায়, ওই পরীক্ষায় উত্তীর্ণ সদস্যদের পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে ব্যর্থদের আবারও সুযোগ দেওয়া হয়। কিন্তু কোনো জওয়ান ২ বার পরীক্ষায় ফেল করলে তাঁকে তাঁর মূল পোস্টিংয়ে ফেরত পাঠানো হয়। আর এভাবেই এই কমান্ডোদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব দেওয়া হয়।

WhatsApp Image 2022 01 13 at 2.27.39 PM 2

SPG কমান্ডোদের বেতন:
SPG কমান্ডোদের ডিউটি ​​খুবই কঠিন। যে কারণে তাঁদের সর্বক্ষণ সতর্ক থাকতে হয়। এমন পরিস্থিতিতে, SPG কমান্ডোদের প্রতি মাসে ৮৪,২৩৬ টাকা থেকে ২,৩৯,৪৫৭ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। মূলত, প্রতিটি কমান্ডোর বেতন তাঁর পদমর্যাদার ভিত্তিতে নির্ধারণ করা হয়। অন্যদিকে, সরকারী ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, এই কমান্ডোদের প্রতি মাসে বেতন হল ৫৩,১০০ থেকে ৬৯,৫০০ টাকার মধ্যে। যার মধ্যে ৪০ শতাংশ বেতন পোশাক ভাতা হিসেবে বার্ষিক যুক্ত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, অপারেশন ডিউটিতে নিযুক্ত SPG কমান্ডোদের বার্ষিক ২৭,৮০০ টাকা এবং নন-অপারেশনাল ডিউটিতে কমান্ডোদের ২১,২২৫ টাকা পোশাক ভাতা হিসেবে দেওয়া হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর