সিউড়ির রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাঙালী স্পাইডার ম্যান, ভাইরাল ভিডিও দেখে হেসে পাগল নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্কঃ দুর্গাপুরের পর এবার সিউড়ি (suri)। আবারও বাসস্ট্যান্ডে দেখা মিলল স্পাইডার ম্যানের (Spider-Man)! অবাক হচ্ছেন, তবে আসল নকলের খুব একটা পার্থক্য করতে পারলেন না পথচলতি মানুষজন। আর দৃশ্যের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেলে স্যোশাল মিডিয়ায়।

বিষয়টা হল, মঙ্গলবার বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে দেখা যায় এক ব্যক্তি অবিকল স্পাইডার ম্যানের মত পোশাক পরে বাসস্ট্যান্ড-সহ শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে একলাফে বাসের পেছনে উঠে যেতে, আবার দেখা গিয়েছে লাফিয়ে বাসের পেছনে ঝুলে থাকতে।

এইভাবে সেখানে উপস্থিত মানুষের মনোরঞ্জন করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে তিনি কে, কোথা থেকে এসেছেন, তাঁর পরিচয়ই বা কি- তা অবশ্য কেউ জানতে পারেনি। কিছুক্ষণ মানুষকে আনন্দ দেওয়ার পর আবার বেপাত্তা হয়ে যান রক্ত মাংসের স্পাইডার ম্যান।

আর এই ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল (viral video) হয়ে যায়।

কিছুদিন আগেই দুর্গাপুর বেনাচিতি বাসস্ট্যান্ডেও ঠিক একই রকম একটি রক্ত মাংসের স্পাইডার ম্যানকে দেখা গিয়েছিল। যিনিও বাসের উপর লাফালাফি করে, আবার এক বাস থেকে দাঁড়িয়ে থাকা অন্য বাসে লাফিয়ে পড়ে মানুষকে আনন্দ দিয়েছিল। আর মানুষকে বেশ কিছুক্ষণ আনন্দ দেওয়ার পরও বেপাত্তা হয়েছিল সেই স্পাইডার ম্যান। আর তাঁরও পরিচয় কেউ জানতে পারেনি।

বর্তমান সময় ‘প্রাংক’ বিষয়টার খুবই চল হয়েছে। অনেকের ধারণা কোন ইউটিউবার কিংবা কোন স্যোশাল মিডিয়ার স্টার এই ভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য রক্ত মাংসের স্পাইডার ম্যান সেজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন।


Smita Hari

সম্পর্কিত খবর