সাবধান! স্টেশনে থুতু ফেললেই হবে পকেট ফাঁকা, খোয়া যেতে পারে লক্ষ লক্ষ টাকা, ভয়ঙ্কর বিপদ!

বাংলা হান্ট ডেস্ক: যত বড়ই শিক্ষিত আমরা হই না কেনো এখনোও পর্যন্ত যেখানে সেখানে থুতু ফেলার অভ্যাস রয়েই গেছে। এই অভ্যাস কেউ বদলাতে পারেননি! তবে বিষয়টিকে সাধারণ অভ্যাস ভেবে ভুল করছেন। এখন থেকে এই অভ্যাসের কারণেই আপনার জীবনে নামতে পারে বড় বিপদ। একদম কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। থুতু ফেললেই খোয়া যেতে পারে মোটা টাকা। পকেট হবে গড়ের মাঠ। ঠিক কি পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)? দেখে নিন আজকের প্রতিবেদনে।

রেল (Indian Railways) স্টেশনে থুতু ফেললেই বিপদ

থুতু ফেলা নিয়ে বড় নিয়ম পূর্ব রেলওয়ের: ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় থুতু ফেলা নিয়ে কঠোর নির্দেশিকা জারি করা রয়েছে। আর এবার ভারতীয় রেলও (Indian Railways) এই একই পথে হাঁটছে। তথ্য সূত্রে জানা গিয়েছে, যদি আপনি রেলওয়ে চত্বরে যেখানে সেখানে থুতু ফেলেন তাহলে আপনার জরিমানা হতে পারে। শুধু জরিমানা নয়, একই সাথে আপনার বিরাট শাস্তিও হতে পারে। মূলত থুতু ফেলার ফলে সরকারি সম্পত্তি নষ্ট হয়, পাশাপাশি রেল চত্তরের পরিবেশও নষ্ট হয়।

শুধু তাই নয় একই সাথে নিত্যযাত্রীদেরও বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। যা একেবারে বাঞ্ছনীয় নয়। আর তাই যাত্রীদের সুবিধার্থে বিরাট পদক্ষেপ রেলওয়ে দপ্তরের। জানা গেছে, রেলওয়ে স্টেশনে বসানো সিসিটিভির মাধ্যমে অপরাধীদের সহজেই সনাক্ত করা যাবে। এরফলে যে স্টেশনে থুতু ফেলবে তাকে তৎক্ষণাৎ ধরে জরিমানা সেইসাথে কঠোর শাস্তি দেওয়া হবে। এই নিয়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বিশেষ নজরদারি চালাচ্ছেন।

আরও পড়ুন : পাহাড়-জঙ্গলের দুর্গম পরিবেশে কীভাবে বেঁচে থাকা সম্ভব? শিখিয়ে দেবে এই সংস্থা, আপনি রেডি তো ?

দোষীদের শনাক্ত করে দেওয়া হয়েছে কঠোর শাস্তি:

তথ্যসূত্রে জানা গিয়েছে, এবছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব রেলওয়ে আরপিএফ ১২,৯০০ জনকে নিয়ম ভঙ্গ করায় আটক করে। সকলের কাছ থেকে এখনো পর্যন্ত ১৭,৬৬,০১০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ৪৯৫৮ জন, শিয়ালদহ ডিভিশনে ২০২৩ জন, আসানসোল ডিভিশনে ২২১৪ জন এবং মালদা ডিভিশনে ৩৭০৪ জন অপরাধীকে আটক করেছে পুলিশ আধিকারিকরা।

Rail 3

এছাড়াও অক্টোবরে উৎসবের মরসুমে অপরাধী সংখ্যা আরো বেশি বেড়েছে বলে জানা যায়। এই সময় আরপিএফ এর তরফ থেকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছিল। আর সেখানে দেখা যায়, ১লা থেকে ৩০শে অক্টোবরের মধ্যে পূর্ব রেলওয়ে মোট ১০,৪৭০ জনকে আটক করেছে। আর তাদের কাছ থেকে ১৫,৩৭,৯৬৫ জরিমানা আদায় করেছে বলে জানা যায়। তাই এখন থেকেই হয়ে যান সাবধান।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর