কাতার এয়ারওয়েজকে বয়কটের ডাক যুবকের, ভয়ে তাঁকে গোটা প্লেন দিতে চাইলেন সংস্থার CEO! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মার বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক চাপান-উতোর চলছেই। একদিকে মুসলিম রাষ্ট্রগুলি তীব্র নিন্দা প্রকাশ করছে এই ঘটনার। অন্যদিকে বেশ কিছু আন্তর্জাতিক তাবড় ব্যক্তিত্ব নূপুরের সমর্থনে এগিয়ে এসেছেন। এর মধ্যেই কাতারও মুসলিম রাষ্ট্র হিসাবে সমালোচনা করেছে নূপুরের। আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকর। তাঁকে নিয়ে বানানো একটি মজার স্পুফ ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে।

কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দালের হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করে কাতার। এরপরেই আবার কাতারের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ শুরু হয়ে যায় ট্যুইটারে। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় ‘#BycottQatarAirways’। এখানে ইংরেজিতে বয়কট বানানটা কিন্তু লক্ষ্যণীয়। এই ভুল বানান নিয়েই ট্রেন্ডিং হয়ে যায় ট্যুইটটি।

নূপুর শর্মার বক্তব্যের বিরোধীতা করায় কাতার এয়ারওয়েজকে বয়কট করার আহ্বান জানিয়ে ভিডিয়ো বানিয়ে ফেলেরলন ‘বাসুদেব’ নামে এক ট্যুইটার ব্যবহারকারী। বাসুদেব বলেন, ‘আমি কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে।’ তিনি বলেন যে, কাতার ইতিমধ্যেই ভারতীয়দের ছাঁটাই করা শুরু করা শুরু করে দিয়েছে। ‘কাতার এয়ারওয়েজকে সবাই বয়কট করুন, আমাদের টিট-ফর-ট্যাট পদক্ষেপই নেওয়া উচিৎ।’

ভুল বানান নিয়েই ‘BycottQatarAirways’ ট্রেন্ডিং হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই আগুনে ঘৃতাহুতি দেয় এই ভিডিয়ো। স্পুফ ভিডিয়োটি বয়কটের আহ্বানে সিইওর কাল্পনিক প্রতিক্রিয়া কল্পনা করে বানানো হয়েছে। এই ভিডিও দেখলে আপনি না হেসে থাকতে পারবেন না।

বাসুদেবের সেই প্রতিবাদী ভিডিয়ো নিয়েই শুরু হয় হাসি-ঠাট্টা। সেই থেকেই আহাদ নামের এক টুইটার ব্যবহারকারী বাসুদেবকে নিয়ে একটি স্পুফ ভিডিয়ো বানিয়ে ফেলেন। সেই ভিডিওটিতে বলা হচ্ছে এটি একটি বিশেষ ধরনের বয়কট, কারণ এটি b-y-c-o-t-t। বাসুদেব হাবিবি, আমরা আপনাকে TikTok ভিডিয়ো করতে একটি পুরো প্লেন দিতে চাই। আপনি চাইলে আমরা আপনাকে পুরো ২ লিটার পেট্রোলও বিনামূল্যে দিতে পারি,’ ভিডিয়োতে কাল্পনিক ভয়েস ওভারে এমনটাই বলেছেন সিইও!

https://twitter.com/joelindrupati/status/1534261223797161985?s=20&t=5drqwmaZmLt1OTmkDc0oaw

এখানে বলে রাখা ভালো, কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকরের যে ভিডিও নিয়ে এই মজার স্পুফ ভিডিওটি বানানো হয়েছে, সেটি অনেক পুরোনো একটি ভিডিও। শুধুমাত্র আকবর আক বকরের ঠোঁট মিলিয়ে ভয়েস ওভারটি পিছনে চালানো হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর