সৌদি আরবের পর এবার ইরান সরকার মহিলাদের জন্য খুলে দিলেন ক্রীড়াঙ্গনের দরজা। এবার থেকে তারাও পারবে স্বাধীন ভাবে খেলা দেখতে।

2022 সালে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে কাতারে আর তার আগেই ফিফার তরফ থেকে এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বর 3 তারিখে দোয়ায় 2022 ফুটবল বিশ্বকাপের লোগো প্রকাশ করা হয়েছে। সেই সাথে তারা প্রকাশ করেছেন একটি ভিডিও। আর এখন থেকে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সারা বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীরা।

এই প্রথমবার ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে শীতকালে। অর্থাৎ 2022 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 11 ই নভেম্বর থেকে শুরু হবে আর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে 18 ই ডিসেম্বর। এই ফুটবল বিশ্বকাপ যেমন ব্যতিক্রমভাবে শীতকালে অনুষ্ঠিত হতে চলেছে তেমনি এই বিশ্বকাপে আরো একটি নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে ফিফা। ফিফা তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত এই বিশ্বকাপে যাতে পুরুষদের পাশাপাশি এই মহাদেশের মহিলারাও ফুটবল খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে। অর্থাৎ মহিলারাও যাতে মাঠে এসে স্বাধীনভাবে যাতে ফুটবল দেখতে পারেন তারই উদ্যোগ নিয়েছে ফিফা।

600917892701ffda392aa290b5b16d3b4f3055b9

নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল একটি টুইট করে ফিফা তরফ থেকে জানানো হয়েছে যে ফিফা প্রেসিডেন্ট গিয়ানী ইনফ্যানটিনো চাইছেন ইরানের মহিলারা যাতে মাঠে এসে ফুটবল দেখতে পারেন এবং ফুটবলের আনন্দ যাতে তারা স্বাধীনভাবে নিতে পারেন তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এবং প্রশাসনিক ক্ষেত্রে এই ব্যবস্থা সুনিশ্চিত করে জানাতে বলা হয়েছে প্রেসিডেন্টকে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহলের মানুষ থেকে শুরু করে অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ গিয়ানী ইনফানটিনোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে দাবি করেছেন। তারা বলেছেন যে দীর্ঘ 40 বছর ধরে ইরানি মহিলাদের ওপর মাঠে গিয়ে ফুটবল দেখার ওপর নিষেধাজ্ঞা ছিল। গিয়ানী যদি এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন তাহলে এবার থেকে ইরানি মহিলারা মাঠে গিয়ে স্বাধীনভাবে ফুটবল দেখতে পারবেন।

আর এই নির্দেশ পাওয়ার পরই ইরান সরকার নড়েচড়ে বসেছে। তারা জানিয়েছেন যে অক্টোবর মাসে হতে চলা বিশ্বকাপের কোয়ালিফায়ারে ইরান বনাম কম্বোডিয়ার ম্যাচ থেকেই তারা এই নিষেধাজ্ঞা তুলে দেবেন। অর্থাৎ এই ম্যাচ থেকেই ইরানি মহিলারা মাঠে গিয়ে স্বাধীনভাবে ফুটবল দেখতে পারবেন এবং ফুটবলের সমস্ত আনন্দ তারা উপভোগ করতে পারবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর