সুনীলদের জন্য সুখবর! কেন্দ্রের সিদ্ধান্তে হাসি ফুটলো ভারতীয় ফুটবল দলের মুখে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports and Youth Affairs)। ভারতের মহিলা দলের পাশাপাশি ভারতীয় পুরুষ দলকেও আসন্ন এশিয়ান গেমসে (2023 Asian Games) মাঠে নামার অনুমতি দিচ্ছে কেন্দ্র। গত কয়েকদিন ধরে ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team) এশিয়ান গেমসের না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। ভারতের কোচ থেকে শুরু করে ভারতীয় ফুটবলপ্রেমীরা প্রত্যেকেই আর্জি জানিয়েছিলেন যাতে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) চীনের মাটিতে গিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অবশেষে সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের জন্য ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও সেই দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে নিজের বক্তব্যে জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি এবং ভারতীয় ফুটবল দল এই ভরসার মান রাখবে।

indian football team ag

কিছুদিন আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছিল যে ভারতীয় পুরুষ ফুটবল দল যেহেতু এশিয়ার মধ্যে শীর্ষ ৮ দলের মধ্যে নেই তাই ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এরপর কেন্দ্রের কাছে সরাসরি নিজে অনুরোধ করেছিলেন ভারতীয় ফুটবল দলের বর্তমান ক্রোয়েশিয়ান কোচ ঈগর স্টিম্যাক।

সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে আরম্ভ হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় দলকে যদি অংশ না নিতে দেওয়া হতো, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হতো। কারণ আগামী বছর আয়োজিত হতে চলা এশিয়ান কাপের জন্য ভারতীয় দল কতটা তৈরি সেটা এই টুর্নামেন্টের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে সুনীলরা খেললে আপাতত একটা আভাস পাওয়া যাবে।

সাম্প্রতিক অতীতে ভারত পর পর দুটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপে বেশ দাপট দেখিয়ে জিতেছে ভারত। কিন্তু সমস্যা হল দুটি টুর্নামেন্টেই তেমন শক্তিশালী মানের কোন ফুটবল দল অংশগ্রহণ করেনি যাদের বিরুদ্ধে ভারত ফুটবল বিশ্বের নিজেরা কোথায় দাঁড়িয়ে আছে সেই অবস্থার স্পষ্ট ঝলক বুঝতে পারে। কিন্তু এশিয়ান গেমস তাদেরকে এই সুযোগ দেবে। সুনীল ছেত্রীদের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই টুর্নামেন্ট।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর