এই মুহূর্তে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও এখনো পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারেনি। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা জানিয়েছেন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় শারীরিক ইউম্যানিটি বাড়ানো। যে সমস্ত মানুষের শারীরিক ইউম্যানিটি বেশি তাদের করোনা আক্রমণ করার সম্ভাবনা খুবই কম। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে স্পোর্টস ‘ঐচ্ছিক বিষয়’ নয় বরং পাঠ্যক্রমে নিয়মিত ভাবে যুক্ত হতে চলেছে স্পোর্টস। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই এই ব্যাপারে স্পষ্ট ভাবে ইঙ্গিত দিয়ে রেখেছেন।
“ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন অলিম্পিজম এন্ড অলিম্পিক এডুকেশন ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি” এক শীর্ষক আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। তিনি জানিয়েছেন, “শিক্ষার যেমন কোনো বিকল্প হয় না, তেমনি খেলাধুলাও অপরিহার্য।”
করোনা ভাইরাস সমগ্র মানব জাতিকে শিক্ষা দিয়ে গিয়েছে যে শারীরিক সক্ষমতা মানুষের বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজন। আর এই শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার একমাত্র উপায় হল খেলাধুলা। খেলাধুলা যেমন মানুষকে শারীরিক দিক দিয়ে সুস্থ রাখে, তেমনি মানসিক দিক দিয়ে দৃঢ় করে তোলে। সেই কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু সিদ্ধান্ত নিয়েছেন আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে সরাসরি ভাবে পাঠ্যক্রমের সাথে যুক্ত করার। ইতিমধ্যে এই ব্যাপারে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ওই বিশেষ কমিটি এই ব্যাপারে কাজকর্ম শুরু করে দেবে।