পাকিস্তানের কাছে গোপন তথ্য তুলে দেওয়ার জন্য হরিয়ানা থেকে গেফতার তিন ভারতীয়!

বাংলা হান্ট ডেস্কঃ সেনার ইন্টেলিজেন্স বিভাগ আর সেনা পুলিস মিলে হরিয়ানার হিসার এর কেন্ট এলাকা থেকে তিন জন পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে। রাগিব, মেহতাব আর খালিদের রুপে তাঁদের পরিচয় পাওয়া গেছে। মেহতাব উত্তর প্রদেশের মুজফরপুরের বাসিন্দা, আর খালিদ উত্তর প্রদেশের শামলির বাসিন্দা বলে জানা যায়।

গ্রেফতার হওয়া তিন পাক চর এক সপ্তাহ আগে হরিয়ানার কেন্ট এলাকা এসেছিল। কেন্ট এলাকায় একটি মেস বিল্ডিং তৈরির কাজ চলছিল, আর সেখানেই তাঁরা শ্রমিক হিসেবে কাজে যোগ দেয়। অভিযুক্তদের থেকে মোবাইল ফোন এবং কিছু ছবি উদ্ধার করা হয়েছে। ওই তিন অভিযুক্তই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল এবং ভয়েস কল করে পাকিস্তানের গোয়েন্দাদের সাথে কথা বলত।

spy arrested 1

 

 

সেনা এই ব্যাপারে খবর পেয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করেছিল। অভিযুক্তদের মোবাইল থেকে সেনার গতিবিধির ভিডিও ক্লিপ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্য রাতে ওই তিন পাক চরকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে ২২ জুলাই গোয়েন্দা সংস্থা গুলো গোপন খবর পেয়ে পাঞ্জাবের অমৃতসর থেকে এক রেলওয়ে কর্মচারীকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হওয়া রেলওয়ে কর্মচারী ভারত থেকে তথ্য নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কে পাচার করত।

গ্রেফতার হওয়া অভিযুক্ত ভারতের তথ্য প্রতিবেশী শত্রুদেশ পাকিস্তানের হাতে তুলে দিত। ইনপুট পাওয়ার পর পাঞ্জাব পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নেয়। অভিযুক্তের নাম রমকেশ মিনা বলে জানা যায়, সে আটারি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত ছিল। রমকেশ ভারতীয় রেলের গ্রুপ ডি এর কর্মী। তাঁর কাছ থেকে BSF এর আধিকারিকরা অনেক ছবি উদ্ধার করেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর